Homeজাতীয়এবার জাবি’র ইনস্টিটিউট থেকে বাদ যাচ্ছে বঙ্গবন্ধু’র নাম

এবার জাবি’র ইনস্টিটিউট থেকে বাদ যাচ্ছে বঙ্গবন্ধু’র নাম

[ad_1]

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট থেকে “বঙ্গবন্ধু” নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

রবিবার  সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সোহেল আহমেদ রাতে বিষয়টি গণমাধ্যমকে  নিশ্চিত করেছেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সিন্ডিকেট সভায় নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার সমন্বয়ক মেহেরাব সিফাত বলেন, “গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে আসছি। তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের বহুদিনের নিপীড়নের ইতিহাস রয়েছে। নাম সংস্কারের মধ্যে দিয়ে বৈষম্যবিরোধী লড়াইয়ে আমাদের সংগ্রামের জয় হলো।”



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত