Homeজাতীয়সুলতানকে নিবেদিত যৌথ শিল্পকর্ম প্রদর্শনী ‘ইনসাইট’

সুলতানকে নিবেদিত যৌথ শিল্পকর্ম প্রদর্শনী ‘ইনসাইট’

[ad_1]

 প্রদর্শনালয়জুড়ে ছড়িয়ে রয়েছে চিত্রকর্ম থেকে  ভাস্কর্য। নানা মাধ্যমে চিত্রিত চিত্রকর্মসমূহে মূর্ত হয়েছে আবহমান গ্রাম বাংলার প্রতিচ্ছবি থেকে চারপাশের চেনা জগত। বৈচিত্র্যের সন্ধানী সেসব চিত্রকর্মের  মাঝে কিছু ছবিতে ধরা দিয়েছে বিশেষ এক মানুষের মুখচ্ছবি। সেই মানুষটি হচ্ছেন পথিকৃৎ চিত্রশিল্পী এস এম সুলতান। চিত্রকর্মের সঙ্গে ভাস্কর্যেও উপস্থাপিত হয়েছেন নড়াইলের লাল মিয়াখ্যাত এই কিংবদন্তি চিত্রকর। এদেশের জলবায়ুর সংযোগে চিত্রকলায় স্বদেশের শিল্প-দর্শনকে মেলে ধরা সুলতানের জন্মশতবর্ষ উদ্যাপনের অংশ হিসেবে অনুষ্ঠিত শিল্পায়োজনে এসব শিল্পকর্মের দেখা মেলে। তেজগাঁও গুলশান লিংক রোড  শালা নেইবারহুড আর্ট  স্পেস গ্যালারিতে চলছে এই যৌথ শিল্পকর্ম প্রদর্শনী। শিরোনাম ‘ইনসাইট’।  প্রদর্শনীটির আয়োজন করেছে তন্মাত্র আর্টিস্ট গ্রুপ।

সব মিলিয়ে কুড়িজন শিল্পীর সৃজিত অর্ধশত শিল্পকর্মের সম্মিলনে সেজেছে এই প্রদর্শনী।  বেশ কিছু ছবির বিষয়বস্তুর  হিসেবে সুলতান থাকলেও ভিন্ন বিষয়ের ছবির সংখ্যাই  বেশি।  এর মধ্যে  জল রংয়ের আশ্রয়ে মাহফুজা বিউটি নারী ও পাখির গল্প বলেছেন ক্যানভাসে। শিহাব নুরুন্নবী কাগজে মিশ্র মাধ্যমের আশ্রয়ে বিমূর্ত ধারার ছবি এঁকেছেন। দুই বিশাল ক্যানভাসে ভিন্ন  বিষয়কে মেলে ধরেছেন রুবিনা নার্গিস। সেই ছবি দুটিতে  ধরা দিয়েছে রঙের খেলা। আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যের অনুষঙ্গ হিসেবে সাবিয়া নাসরিন এঁকেছেন কাঠের পুতুল। প্রদর্শনীতে অ্যাক্রিলিক, জলরং, ছাপচিত্র ও মিশ্র মাধ্যমে সৃজিত চিত্রকর্মের  

সঙ্গে ঠাঁই পেয়েছে কিছু ভাস্কর্য। যাদের শিল্পকর্ম  নিয়ে প্রদর্শনীটি সেজেছে  সেসব শিল্পীরা হলেন   প্রিমা নাজিয়া আন্দালিব, এ এইচ ঢালী তমাল, সুলতানুল ইসলাম, সৌরভ চৌধুরী, মনজুর রশীদ, অরণী চ্যাটার্জি, রুবিনা নারগিস, মাহফুজা বিউটি, শিহাব নুরুন্নবী, নবরাজ রায়, সাদিয়া খালিদ রীতি, মানসী বণিক, সাবিয়া নাসরিন, মো. বজলুর রশিদ, সুজয় সাহা,  শ্রেষ্ঠ সাহা, এস এম মিজানুর রহমান, তানহা জাফরীন, অনিক চন্দ ও  মো. জিয়াউল হক রাজু।

প্রদর্শনীটির কিউরেট করেছেন শিল্পী জিয়াউল হক রাজু। তিনি জানান, বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের স্মরণে পাঁচদিনের এই শিল্প প্রদর্শনী শুরু হয়েছে গত শুক্রবার। সেদিন বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য শিল্পী বীরেন সোম।  আজ মঙ্গলবার পর্যন্ত চলবে এই শিল্পায়োজন। বেলা ১২টা থেকে রাত নয়টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। আজ প্রদর্শনীর শেষ দিন সন্ধ্যা সাতটায় এস এম সুলতানকে নিয়ে তারেক মাসুদ নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘আদম সুরত’ প্রদর্শিত হবে। এ ছাড়া  দেখানো হবে জিয়াউল হক রাজুর চলচ্চিত্র ‘জীবাশ্ম’। সঙ্গে থাকবে সংগীতায়োজন। মূলত এস এম সুলতানের শিল্প-দর্শন  বুঝতেই এই আয়োজন করেছে তন্মাত্র আর্টিস্ট গ্রুপ। ভবিষ্যতে শিল্পাচার্য জয়নুল আবেদিনসহ অন্যান্য পথিকৃৎ শিল্পীদের নিয়েও এ ধরনের যৌথ প্রদর্শনীর আয়োজন করা হবে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত