[ad_1]
কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান আজব কারখানা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এদিন সন্ধ্যায় ৬টায় শো শুরু হবে। দুই ঘণ্টারও বেশি সময় ধরে গাইবেন সায়ান। বেশ কয়েক বছর পর তাঁকে কোনো একক শোতে পাওয়া যাবে।
কনসার্ট নিয়ে সায়ান বলেন, ‘আজব কারখানার আয়োজনে অনেক অনেক দিন পর একটা একক গানের আসরে গান গাইব। অনেক কিছু হলো এর মাঝে। গানের মানুষ হিসেবেই সেই সব তীব্র সময়ের দুঃখ, বেদনা আবার নতুন দিনের আশা–আকাঙ্ক্ষার আবেশ নিয়েই হাজির থাকতে চাই সেই আসরে। আপনাদের সঙ্গ সব সময়ই আমার শক্তি।’
গত বছরের জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে একক শো করেছেন সায়ান। এর ভেতর দেশে আর কোনো একক শো করেননি তিনি।
[ad_2]
Source link