[ad_1]
গতকাল সোমবার ও গত রোববার সকালে মতলব উত্তরের ছেংগারচর, আমিরাবাদ, সুজাতপুর, গজরা ও এনায়েতনগর বাজার এবং মতলব দক্ষিণের উপজেলা সদর, মুন্সিরহাট ও নারায়ণপুর মাছের বাজারে দেখা যায়, সেখানে কিছু ইলিশের পসরা সাজিয়ে বসেছেন একাধিক বিক্রেতা। এগুলোর অধিকাংশের পেটে ডিম আছে। দু-চারজন ক্রেতা ইলিশের দরদাম করে ফিরে যাচ্ছেন। বেচাকেনা তেমন না হওয়ায় এসব বাজারে ক্রেতা ও বিক্রেতার হাঁকডাক একেবারে নেই বললেই চলে।
মতলব দক্ষিণ উপজেলা সদর বাজারের মাছ বিক্রেতা প্রাণ কৃষ্ণ দাস বলেন, এখন বাজারে তেমন ইলিশ আসছে না। নিষেধাজ্ঞার পর বাজারটিতে প্রতিদিন গড়ে ১৫ থেকে ১৬ কেজি ইলিশ আসছে। প্রতি কেজি ইলিশের দাম হাঁকা হচ্ছে ১ হাজার ৮০০ থেকে ২০০০ টাকা। মাঝারি আকারের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকায়। বাজারের অধিকাংশ ইলিশই ডিমওয়ালা। এর ওপর দাম চড়া। এ কারণে ক্রেতারা ইলিশ কিনতে নারাজ। দরদাম করেই চলে যাচ্ছেন।
[ad_2]
Source link