Homeবিনোদননতুন ধারাবাহিকে স্বর্ণলতা | কালবেলা

নতুন ধারাবাহিকে স্বর্ণলতা | কালবেলা

[ad_1]

এ প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী স্বর্ণলতা দেবনাথ। ধারাবাহিক ও খণ্ড নাটকে নিয়মিত অভিনয় করছেন তিনি। এরই মধ্যে তার অভিনীত বেশ কিছু ধারাবাহিক নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার শুরু হয়েছে। এবার স্বর্ণলতা আরও একটি নতুন ধারাবাহিকে কাজ শুরু করেছেন। এই নাটকের নাম ‘ইউএসবি’ (ইউনাইটেড স্টেট অব বরিশাল)।নাটকটি রচনা করেছেন মাইদুল রাকিব। এতে স্বর্ণলতা অভিনয় করছেন ঝরনা চরিত্রে। তার বিপরীতে আছেন পাভেল ইসলাম। নাটকে পুরান ঢাকার একটি গল্প তুলে ধরা হয়েছে। নতুন এই নাটকের বিষয়ে স্বর্ণলতা বলেন, ‘মাইদুল রাকিবের নির্দেশনায় এর আগেও আমি নাটকে অভিনয় করেছি। বলা যায় তার নির্দেশনায় যত নাটকে অভিনয় করেছি—সবটায় অভিনয়ের জন্য আমি বেশ সাড়া পেয়েছি, যে কারণে তার নাটকে ভীষণ আগ্রহ নিয়ে কাজ করি আমি; ইউনিটটা যেহেতু একেবারেই নিজেদের মতো। তাই কাজ করতেও ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করি। এ ছাড়া তার গল্প বলার ধরনটাও আমার কাছে ভালো লাগে। যথেষ্ট মনোযোগ দিয়ে তিনি কাজ করেন। এই ধারাবাহিকে আমার চরিত্রের নাম ‘ঝরনা’। আমি চেষ্টা করেছি আমার চরিত্রটি শতভাগ ফুটিয়ে তুলতে। বাকিটা প্রচারে এলে বুঝতে পারব কেমন করতে পেরেছি। তবে আমি নতুন এই ধারাবাহিক নিয়ে আশাবাদী, যেমনটা আশাবাদী ছিলাম আগের কাজগুলো নিয়ে।’ নির্মাতা মাইদুল রাকিব বলেন,‘স্বর্ণলতা খুবই ভালো একজন অভিনেত্রী। আমি যেটা পর্যবেক্ষণ করেছি যে, তিনি একদম ন্যাচারাল অ্যাক্টিং করেন। নির্মাতা হিসেবে আমি তাকে নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। একজন মানুষ হিসেবেও তিনি খুব ভালো, নম্র-ভদ্র বলা যায়। তার সঙ্গে সম্পর্কটা পারিবারিক। ঝরনা চরিত্রে পারফেক্ট অভিনয় করেছেন। নির্মাতা হিসেবে আমিও আমার রচিত ও নির্মিত এই ধারাবাহিকটি নিয়ে ভীষণ আশাবাদী।’

এর আগে স্বর্ণলতা দেবনাথ মাইদুল রাকিবের পরিচালনায় ‘গার্লস স্কোয়াড’ সিজন-১, ২, ও ৩-তে অভিনয় করেছেন।

এতে অভিনয় করেই স্বর্ণলতা একজন অভিনেত্রী হিসেবে বেশ আলোচনায় আসেন। এ ছাড়াও একই পরিচালকের ‘টিম ওয়েস্ট ইন্ডিজ’, ‘কমিটি চাই’, ‘গরুর মাংস ৩’ নাটকগুলোতে দেখা যায় তাকে।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত