[ad_1]
বিড়াল বা কুকুরের পাঁজরে আলতোভাবে হাত দিয়ে দেখুন, পাঁজরের হাড়গুলোকে অনুভব করতে পারছেন কি না। যদি পারেন, তাহলে তা স্বাভাবিক। কিন্তু যদি পাঁজরের হাড় অনুভব করতে না পারেন কিংবা অনুভব করার জন্য হাত দিয়ে বেশ চাপ দিতে হয়, তাহলে বুঝতে হবে পাঁজরের হাড়ের কাছে অতিরিক্ত চর্বি জমেছে। অর্থাৎ, তার ওজন বেশি। এখানে বলে রাখা প্রয়োজন, সুস্থ-স্বাভাবিক বিড়াল-কুকুরের পাঁজরে হাত দিয়ে হাড় অনুভব করা স্বাভাবিক বিষয় হলেও কেবল চোখে দেখে তাদের হাড়ের অস্তিত্ব বোঝাটা স্বাভাবিক নয়। সে ক্ষেত্রে বুঝতে হবে সে অপুষ্টিতে ভুগছে।
প্রাপ্তবয়স্ক হওয়ার পরও ওজন বাড়তে থাকা
বাড়ন্ত বয়স পেরিয়ে যাওয়ার পর একটি নির্দিষ্ট ওজনের কাছাকাছিই থাকে বিড়াল-কুকুর। মাঝেমধ্যে ওজন মাপলেই যদি ওজন বাড়তে দেখা যায়, তাহলে বুঝবেন, সে স্বাভাবিকের চেয়ে বেশি ওজনের দিকে চলে যাচ্ছে। এভাবে মাঝেমধ্যে ওজন মাপাটা এমনিতেও ভালো। আপনার অজান্তে কোনো রোগের কারণে তার ওজন যদি কমতেও থাকে, সেটিও শনাক্ত করতে পারবেন।
[ad_2]
Source link