Homeবিনোদনভাইরাল স্ক্রিনশট নিয়ে যা জানালেন শবনম ফারিয়া

ভাইরাল স্ক্রিনশট নিয়ে যা জানালেন শবনম ফারিয়া

[ad_1]

কয়েকদিন ধরে ফেসবুকে ভাইরাল অভিনেত্রী শবনম ফারিয়ার একটি পোস্টের স্ক্রিনশট। সেই পোস্টে ছাত্র-জনতার আন্দোলনের নামে সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন অভিনেত্রী। অভ্যুত্থান-পরবর্তী সময় নিয়েও হতাশা প্রকাশ করতে দেখা যায় তাঁকে। তবে শবনম ফারিয়া জানালেন, ভাইরাল হওয়া স্ক্রিনশটটি ভুয়া। আজ বুধবার সকালে ফারিয়া দাবি করেন, এমন কোনো পোস্ট তিনি দেননি।

ভাইরাল হওয়া স্ক্রিনশটটি শেয়ার করে শবনম ফারিয়া ফেসবুকে লেখেন, ‘আমি গত ৩ দিন ধরে জ্বরে আক্রান্ত। আমি কোনো স্ট্যাটাস পোস্ট করিনি কোনো বিষয়ে। বিশেষভাবে রাজনীতিবিষয়ক। এই পোস্ট সম্পূর্ণ এডিটেড। এটার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আপনাদের অবস্থা এত খারাপ যে, এখন এডিট করে অন্যদের নামে পোস্ট চালিয়ে নিজেদের কথা বলতে হচ্ছে! আমি এই পোস্ট দিয়েছি ভেবে যাঁরা খুশি, তাঁরা প্লিজ খুশি হইয়েন না।’

ফারিয়া আরও লেখেন, ‘আবার লিখসে (ভাইরাল হওয়া পোস্টে), ১৫ বছরে নাকি কোনো পোস্ট ডিলিট করতে হয় নাই! গত ১৫ বছরে কয়েক হাজার পোস্ট ডিলিট করতে হয়েছে! স্ট্যাটাস দেওয়ার ৫ মিনিটে কল চলে আসতো, “আপা ডিলিট করেন, সমস্যা হবে।” অন্যদের মতো তেল মারি নাই দেখে কোনো সুযোগ সুবিধাও পাই নাই! আমার আলোও আসে নাই। আর এমন কোনো স্টেটমেন্ট দিলে সেইটা রাখার সাহসও রাখি।’

ফারিয়া তাঁর পোস্টে নিজের অবস্থান পরিস্কার করার পরেও মন্তব্যের ঘরে কেউ কেউ সমালোচনা করছেন। অনেকেই তবুও দাবি করছেন, ফারিয়া স্ট্যাটাস দিয়ে এখন অস্বীকার করছেন। এমন মন্তব্যে ফারিয়ার জবাব, ‘আমি লিখলে আমি বলব আমি লিখেছি। সত্য-মিথ্যা পরের কথা! আগে তো পোস্ট আমি লিখি নাই, সেইটা মেইন কথা।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত