Homeদেশের গণমাধ্যমেঅস্ট্রেলিয়ায় টেস্ট রেখে সৌদি আরবে আইপিএল নিলামে যাবেন ভেট্টরি, পন্টিং

অস্ট্রেলিয়ায় টেস্ট রেখে সৌদি আরবে আইপিএল নিলামে যাবেন ভেট্টরি, পন্টিং

[ad_1]

হায়দরাবাদের জন্য নিলামে ভেট্টরির উপস্থিত থাকার বিশেষ প্রয়োজনীয়তাও আছে। কারণ, নিলামের সময় অধিনায়ক প্যাট কামিন্স উপস্থিত থাকতে পারবেন না। যখন জেদ্দায় নিলাম চলবে, কামিন্স তখন পার্থে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন। যে কারণে নিলামে কোচ, অধিনায়ক—দুজনের অনুপস্থিতি যে করেই হোক এড়াতে চাইবে হায়দরাবাদ। তবে দ্য এজের খবরে বলা হয়, আইপিএল নিলামের জন্য ভেট্টরির ছুটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।

এবারের আইপিএল নিলামে মোট ১ হাজার ৫৭৪ জন খেলোয়াড় নিবন্ধন করেছেন। এর মধ্যে ৪০৯ জন বিদেশি। প্রতিটি দল মোট ২৫ জনের স্কোয়াড বানাতে পারবে, যার মধ্যে সব ফ্র্যাঞ্চাইজিই আগের মৌসুম থেকে ৪–৬ জনকে এরই মধ্যে ধরে রেখেছে। সব মিলিয়ে এবার নিলামে বিক্রি হতে পারেন সর্বোচ্চ ২০৪ ক্রিকেটার।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত