Homeপ্রবাসের খবরলিবিয়া-তিউনিসিয়া থেকে দেশে ফিরলেন ১৬১ বাংলাদেশি

লিবিয়া-তিউনিসিয়া থেকে দেশে ফিরলেন ১৬১ বাংলাদেশি

[ad_1]

লিবিয়ার বেনগাজী ও তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে স্বেচ্ছায় দেশে আসতে ইচ্ছুক এমন ১৪৩ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে আনা হয়েছে। বুধবার সকাল সোয়া ৬টার দিকে একটি চার্টার্ড ফ্লাইটে তারা দেশে ফেরেন। এর আগে আজ সকাল ৫টা ২৫ মিনিটের দিকে তিউনিসিয়ায় আটকে পড়া ১৮ জন অনিয়মিত বাংলাদেশিও দেশে ফিরেছেন।

এসব বাংলাদেশির প্রত্যাবাসনে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সহায়তা করেছে লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম)। বুধবার তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছুলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম কর্মকর্তারা তাদের স্বাগত জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, প্রত্যাবাসনকৃত বাংলাদেশিদের বেশীরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশ্যে মানব পাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন। তাদের অধিকাংশই লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন। এই ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে অবৈধভাবে আর কেউ যেন বিদেশ গমন না করেন- এ বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন কর্মকর্তারা।

আইওএমের পক্ষ থেকে তিউনিশিয়া থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে ৫ হাজার ৪৫০ টাকা এবং লিবিয়া থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে ৬ হাজার টাকা, কিছু খাদ্য সামগ্রী, প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।

প্রসঙ্গত, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা একসঙ্গে কাজ করে যাচ্ছে।

এ ইউ/  

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত