[ad_1]
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে আরও গতিশীল করতে অর্গানাইজিং কমিটি ও নির্বাহী কমিটি গঠন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার (১৩ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্যানেলের মুখপাত্র উমামা ফাতেমা।
তিনি বলেন, ‘আমরা নিজেদের মধ্যে বসেছি সাম্প্রতিক ইস্যু, সাংগঠনিক শৃঙ্খলা ও গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে কীভাবে কাজ করা যায় সেসব নিয়ে।’
সামনের দিনের কর্মসূচি ও পরিকল্পনা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা প্রাথমিক খসড়া আকারে আলোচনা করেছি পরিকল্পনা নিয়ে। আরও আলোচনা হবে। তবে পরিকল্পনা নিয়ে আপাতত তেমন কিছু বলছি না।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অর্গানাইজিং কমিটি ও নির্বাহী কমিটি গঠন করা হবে জানিয়ে উমামা বলেন, ‘সেটির আওতায় আরও নানান উইং গঠন করা হবে।’ তবে তিনি এর বেশি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন তিনি।
এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সদস্য সচিব আরিফ সোহেল, মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদ ও সমন্বয়ক আবদুল কাদেরের সঙ্গে এ বিসয়ে কথা বলতে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।
[ad_2]
Source link