[ad_1]
হাভিয়ের কাবরেরা গতকাল ঘোষণার মতো করেই বলেছিলেন, মালদ্বীপের বিপক্ষে আক্রমণাত্মক এক বাংলাদেশকে দেখা যাবে। আজ কিংস অ্যারেনায় সেই ‘আক্রমণাত্মক’ বাংলাদেশকেই দেখলেন দর্শকেরা।
মালদ্বীপের সীমানায় একের পর এক আক্রমণ গড়ে, গোলের সুযোগও তৈরি করলেন রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, শেখ মোরছালিন, শাহরিয়ার ইমনরা। কিন্তু গোলটাই হলো না। মালদ্বীপের ওপর আধিপত্য বিস্তার করে খেলেও ১-০ গোলের হারই সঙ্গী বাংলাদেশের। কোচ কাবরেরা ম্যাচের পর বললেন, ‘দুঃখজনক।’
দল যদি একের পর এক সুযোগ তৈরি করেও গোল করতে না পারে, সেটি যেকোনো কোচের জন্যই দুঃখজনক, ‘এত এত সুযোগ তৈরি হলো, কিন্তু গোল হলো না। সত্যিই দুঃখজনক।’
[ad_2]
Source link