Homeদেশের গণমাধ্যমেরোনালদোর কি মেসিকে বার্তা দিলেন?

রোনালদোর কি মেসিকে বার্তা দিলেন?

[ad_1]

সময়ের অন্যতম সেরা দুই ফুটবলার লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবলে নাম করার পর থেকেই তারা পরস্পরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিদ্বন্দ্বিতায় মগ্ন। একজন সামান্য এগিয়ে যান তো অন্যজন তাকে পেছনে ফেলেন। কাতার বিশ্বকাপ জেতার পর মেসি যেমন শ্রেষ্ঠত্বের বিচারে অনেকটাই এগিয়ে গেছেন রোনালদোর চেয়ে। তবে ক্যারিয়ারে গোল করায় এগিয়ে আছেন পর্তুগিজ তারকা।

গোলের সংখ্যা তুলে ধরে প্রতিদ্বন্দ্বী মেসিকে কি বার্তা দিতে চাইলেন মেসি। ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করেছেন রোনালদো। সম্প্রতি পর্তুগিজ ফুটবল সংস্থার সর্বোচ্চ পুরস্কারও জিতেছেন। ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯০৮টি গোল করেছেন রোনালদো। মেসি করেছেন ৮৫০ গোল। আর ৯২টি গোল করলে প্রথম ফুটবলার হিসেবে তিনি ১০০০ গোল পূর্ণ করবেন। নিজের সেই লক্ষ্যের কথা জানিয়ে রোনালদো বলেন, ‘১০০০টা গোল করতে পারলে খুব ভালো লাগবে। আমি সেই লক্ষ্যে পৌঁছাতে চাই। কিন্তু যদি ১০০০ গোল নাও হয় তবুও বিশ্বে ফুটবলের ইতিহাসে সর্বাধিক গোলের মালিক আমি।’

তিনি আরও বলেন, ‘আমি এখন বেশি দূরের কথা ভাবি না। তা হলেই বেশি চাপ পড়ে। বর্তমানে বাঁচতে চাই। ছোট ছোট লক্ষ্য নিয়ে এগোতে চাই। আমি জানি আমি কী করতে পারি।’

মেসি এবং রোনালদো ২০২৬ সালে আমেরিকায় ফুটবল বিশ্বকাপে খেলবেন কি না নিশ্চিত নয়। তবে ক্লাব ফুটবলে যে খেলবেন তা এক প্রকার নিশ্চিত। ৩৯ বছরের রোনালদো বর্তমান ফর্ম ধরে রাখতে পারলে হাজার গোলের মাইলফলক ছুঁয়ে ফেলতেও পারেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত