Homeপ্রবাসের খবর‘আমরা সমর্থন প্রত্যাহার করলে আ.লীগ আপনাদের টুকরো টুকরো করবে’

‘আমরা সমর্থন প্রত্যাহার করলে আ.লীগ আপনাদের টুকরো টুকরো করবে’

[ad_1]

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ বলেছেন, আপনাদের উপদেষ্টা পরিষদের নিয়োগ নিয়ে চারিদিকে ব্যাপক সমালোচনা হচ্ছে। আমরা আশা করি উপদেষ্টা পরিষদে বাংলাদেশের কৃত্বিবান পুরুষ ও মহিলাদেরকে বাছাই করে নিয়োগ দেবেন। কিন্ত যারা বিগত সময়ে ফজিলাতুন্নেছার ভূমিকায় সরব ছিল আবার কেউ বিগত সরকারের দোসর ছিল তাদেকে নিয়োগ দিচ্ছেন। এটা নিয়ে জনগণের ভেতরে অসন্তষ্ট বৃদ্ধি পাচ্ছে। আমরা জাতীয়তাবাদী শক্তি যদি সমর্থন কেড়ে নেই, তাহলে পালানোর জায়গা আপনাদের থাকবে না। এই সরকারের প্রতি আমাদের সমর্থন রয়েছে। তবে যদি আমরা সমর্থন প্রত্যাহার করে নেই তাহলে আওয়ামী লীগ কিন্ত আপনাদের টুকরো টুকরো করে ফেলবে। তাই আপনারা জনগণকে বয়ান না শুনিয়ে আপনাদের সুস্পষ্ট লক্ষ্য পরিষ্কার করেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চারবাগডাঙ্গা হাইস্কুল মাঠ প্রাঙ্গণে নির্বাচন ও সংস্কারের রোডম্যাপের দাবিতে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদকে সমর্থন দিয়েছি। তবে আপনার যদি অন্য কোনো এজেন্ডা বা উদ্দেশ্য নিয়ে পথ চলতে চান তাহলে এই দেশের জাতীয়তাবাদী শক্তি তা কখনো মেনে নেবে না। আপনাদের মতো শেখ হাসিনাও গত ১৫ বছর বয়ান দিয়েছিল উন্নয়ন না গণতন্ত্রের। এই আওয়াজ দিয়ে তিনি গত ১৫ বছর মানুষের ওপর জুলুম করেছেন। আর আপনারা আজকে নতুন স্লোগান তুলেছেন আগে সংস্কার নাকি নির্বাচন।

তিনি আরও বলেন, সংস্কার নাকি নির্বাচন এই কথা বলে নির্বাচনকে দূরে সরানো যাবে না। একটি নির্বাচিত শক্তিশালী সরকার ছাড়া দেশের সংকটের সমাধান হবে না।

এ ইউ/

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত