Homeরাজনীতিআ.লীগের ওপর হামলাকারীদের বিচারের আহ্বান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের

আ.লীগের ওপর হামলাকারীদের বিচারের আহ্বান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের

[ad_1]

রাজধানীতে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ওপর হামলাকারীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটির দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক কার্যালয়ের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে গত মঙ্গলবার এক পোস্টে এ আহ্বান জানানো হয়।

নূর হোসেন দিবস উপলক্ষে ১০ নভেম্বর (রোববার) রাজধানীর জিরো পয়েন্টে কর্মসূচি ঘোষণা করেছিল আওয়ামী লীগ। বাধার মুখে দলটির কর্মী-সমর্থকেরা সে কর্মসূচি পালন করতে পারেননি।

টুইটার পোস্টে দক্ষিণ এশিয়ায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কার্যালয় লিখেছে, ‘জিরো পয়েন্টে রোববার আওয়ামী লীগের কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ওপর হামলার ঘটনায় কর্তৃপক্ষকে অবশ্যই

দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের জবাবদিহির আওতায় আনতে হবে। রাজনৈতিক মতাদর্শের কারণে কারও ওপর হামলা মতপ্রকাশের স্বাধীনতা ও সমাবেশের অধিকারের লঙ্ঘন। কর্তৃপক্ষকে অবশ্যই রাজনৈতিক পরিচয় ব্যতিরেকে জনমানুষের এসব অধিকার সুরক্ষায় পদক্ষেপ নিতে হবে।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত