Homeদেশের গণমাধ্যমেনোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাতে মেয়েদের হলে আগুন, পরীক্ষা স্থগিত

নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাতে মেয়েদের হলে আগুন, পরীক্ষা স্থগিত

[ad_1]

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মেয়েদের আবাসিক হলে শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টায় বিবি খাদিজা হলের ৩০৬ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। এ সময় আতঙ্কে তাড়াহুড়ো করে নামতে গিয়ে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় সব বিভাগের চলমান টার্ম ফাইনাল পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে।

জানা যায়, বিবি খাদিজা হলের নিচতলায় বিদ্যুতের মিটার বক্সে আগুন লেগে সেটি পুড়ে যায়। এ সময় আতঙ্কিত হয়ে হল থেকে বেরিয়ে আসেন ছাত্রীরা। ধোঁয়ার কারণে দুজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘হলে শিক্ষার্থীরা বৈদ্যুতিক ওভেন, হিটার, ইন্ডাকশন কুকারসহ বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিস ব্যবহার করেন। এসব ব্যবহারের কারণে বিভিন্ন সময় হলগুলোতে শর্টসার্কিট হচ্ছে।’

এ বিষয়ে বিবি খাদিজা হলের প্রভোস্ট ড. মামুন অর রশিদ বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আহত দুই শিক্ষার্থীকে চিকিৎসা শেষে হলে রাখা হয়েছে। বর্তমানে বিদ্যুৎ বিভাগ সংযোগ সচল রাখতে কাজ করছে। আশা করি দ্রুতই আমরা সংযোগ সচল করতে পারবো।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত