Homeবিনোদনসালমা-রনির ‘আপন মানুষ’

সালমা-রনির ‘আপন মানুষ’

[ad_1]

বাংলাদেশের এ প্রজন্মের জনপ্রিয় গায়িকা সালমা। মাঝে নিজের ব্যক্তিগত কাজ নিয়ে বেশিই ব্যস্ত ছিলেন তিনি। তবে পেশাগত কাজ অর্থাৎ গান গাওয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেননি তিনি। একের পর এক নতুন নতুন মৌলিক গান যেমন গেয়েছেন, ঠিক তেমনি স্টেজ শোতেও ব্যস্ত ছিলেন। যদিও এ সময়ে খুব বেশি স্টেজ শো হচ্ছে না। তার পরও সালমা আশাবাদী যে, আগামী ডিসেম্বর-জানুয়ারিতে তিনি স্টেজ শোতে ব্যস্ত সময় কাটাবেন।

কিছুদিন আগেই সালমার কণ্ঠে নতুন সংগীতায়োজনে একটি লালনগীতি প্রকাশ পায়। ‘মিলন হবে কতদিনে’ শিরোনামে গানটিতে সালমার সঙ্গে দ্বৈতকণ্ঠে গেয়েছেন ইসফাতারা কায়সার রনি। তবে শ্রোতা দর্শকের জন্য ভালো লাগার খবর হচ্ছে, সালমার কণ্ঠে নতুন আরও একটি মৌলিক গান প্রকাশিত হয়েছে ‘রনিস টিউন’ নামে ইউটিউব চ্যানেলে। এই গানেও সালমার সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন রনি।

‘আপন মানুষ’ শিরোনামের এই গান লিখে সুর ও সংগীত করেছেন রোহান রাজ। গানটির বিষয়ে সালমা বলেন, ‘একটা সময় কিন্তু আমার সিনিয়ররা আমাকে ভীষণ সহযোগিতা করতেন, অনুপ্রেরণা দিতেন। সবার সহযোগিতায়, দোয়া ও ভালোবাসায় এবং আমার অনেক কষ্ট-সাধনার পর আমি আজকের অবস্থানে এসেছি। তো আমার যারা জুনিয়র, আমিও তাদের সহযোগিতা করতে চাই, ভালো গান গাইলে অনুপ্রেরণা দিতে চাই। রনির কণ্ঠ আমাকে মুগ্ধ করেছে, যে কারণে আমরা এর আগেও একটি লালনগীতি একসঙ্গে গেয়েছি। আর এবার আমরা একসঙ্গে একটি মৌলিক গান গেয়েছি। আমি তো বলব রনির কারণেই এই মৌলিক গানটি হলো।

গানটির কথা ও সুর ভীষণ ভালো লাগার। আমার বিশ্বাস এই গানে মুগ্ধ হবেন শ্রোতারাও।

রনির জন্য শুভ কামনা রইল। আগামী ডিসেম্বর-জানুয়ারিতে স্টেজ শোতে বাংলাদেশের নানা প্রান্তে শ্রোতা দর্শকের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। কারণ স্টেজ শোতে গান গাইতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি।’

সালমা ও রনি দুজনেই টেলিভিশনের রিয়ালিটি শো থেকে এসেছেন। এখন দুজনই প্রতিষ্ঠিত শিল্পী।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত