Homeজাতীয়রবীন্দ্রনাথকে অবমাননা প্রসঙ্গে যা বললেন সালমান খান

রবীন্দ্রনাথকে অবমাননা প্রসঙ্গে যা বললেন সালমান খান

[ad_1]

‘দ্য কপিল শর্মা শো’-এ রবীন্দ্রনাথ ঠাকুরকে অবমাননা প্রসঙ্গে এবার মুখ খুলেছেন বলিউড সুপারস্টার সালমান খান।

উক্ত শোয়ের সঙ্গে সালমানের প্রযোজনা সংস্থা জড়িত বলে দাবি করেছে বঙ্গবাসী মহাসভা ফাউন্ডেশনের। সেই মর্মে তারা আইনি নোটিশও পাঠান অভিনেতাকে। 

বুধবার (১৩ নভেম্বর) ‘ভাইজান’-এর তরফ থেকে এক বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, তিনি বা তার প্রযোজনা সংস্থা আর শোটির সঙ্গে যুক্ত নন।

আনন্দবাজার সূত্রে জানা গেছে, বলিউডে আন্তর্জাতিক মানের বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমানিত করা হয়। সাম্প্রতিক কপিল শর্মার শো দেখে প্রথম সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছিলেন কবি শ্রীজাত। তার অভিযোগ কপিলের শো এর একটি এপিসোডে অভিনেত্রী কাজল এসেছিলেন। তিনি একজন বাঙ্গালী সন্তান। তাকে পেয়ে শোয়ের অন্যতম কৌতুকাভিনেতা কৃষ্ঞা অভিষেক কবিগুরুর ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ গানটির অপব্যাখ্যা করেছেন। তাকে সমর্থন জানিয়েছিলেন পরিচালক-সুরকার ইন্দ্রদীপ দাশগপ্তসহ বাংলার বহু খ্যাতনামা ব্যক্তিবর্গ।

এর বেশ কিছু দিন পর জানা গেছে, নোটিশ পাঠানো হয়েছে সালমানকে। সেই নোটিশে বলা হয়েছিল কপিল শর্মা শোয়ের প্রযোজক তারই প্রযোজনা সংস্থা। সেই দাবি নস্যাৎ করে এদিন অভিনেতার তরফে জানানো হয় যে এটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে এই আইনি পদক্ষেপ। সালমান এই শোটি আর প্রযোজনা করেন না। 

শ্রীজাত সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, সংশ্লিষ্ট বিষয়ের অন্যতম শ্রেষ্ঠ আইনজীবীর সঙ্গে পরামর্শ করেই এ পোস্ট লিখছি, এটিও জানিয়ে গেলাম। আজ থেকে এক সপ্তাহ, অর্থাৎ ৭ নভেম্বর, ২০২৪-এর মধ্যে আমার দাবিগুলো গৃহীত, বিবেচিত এবং পূর্ণ না হলে আমি আইনের পথে হাঁটব। 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত