Homeদেশের গণমাধ্যমেঢাকা মেডিকেলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

ঢাকা মেডিকেলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

[ad_1]

সারাবিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। এ উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রাঙ্গন থেকে র্যালি বের করা হয়। এরপর জরুরি বিভাগ, প্রশাসনিক ব্লক, বহির্বিভাগ, হাসপাতাল ভবন ২ ও ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গনে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করানো হয়।

ঢাকা মেডিকেলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলমসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা।

১৯৯১ সালে আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন (আইডিএফ) ১৪ নভেম্বর তারিখটিকে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ হিসেবে ঘোষণা করে।

২০০৭ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অনুরোধে বাংলাদেশ সরকার ১৪ নভেম্বর ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালনের জন্য জাতিসংঘে প্রস্তাব করে। ২০০৬ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘে এ প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

কাজী আল আমিন/এসআইটি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত