Homeবিনোদনহলিউডের আগে বাংলাদেশে ‘গ্লাডিয়েটর-২’ | কালবেলা

হলিউডের আগে বাংলাদেশে ‘গ্লাডিয়েটর-২’ | কালবেলা

[ad_1]

হলিউডের সাড়া জাগানো সিনেমা ‘গ্লাডিয়েটর-এর স্মৃতি দর্শকদের মনে ঝলমল করছে নিশ্চয়ই। মহাকাব্যিক গল্পের এই সিনেমার কথা ভুলে যাওয়া সম্ভব নয়। ২০০০ সালে মুক্তি পাওয়া সিনেমাটি যেমন বক্স অফিসে সাফল্য পেয়েছিল, তেমনি অর্জন করেছে তুমুল প্রশংসা আর মর্যাদাপূর্ণ পুরস্কার। ৪৬০ মিলিয়ন ডলারের বেশি আয় করে ছবিটি। অস্কারে ১২টি মনোনয়ন পায় এবং সেরা চলচ্চিত্রসহ ৫টি অস্কার জয় করে।

সুখবর হলো, দুই যুগ পর পর্দায় আসছে এই সিনেমার দ্বিতীয় কিস্তি ‘গ্লাডিয়েটর-২’। আগামী ২২ নভেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে ছবিটি। বাংলাদেশের দর্শকদের চমকপ্রদ খবর হলো, যুক্তরাষ্ট্রের আগে দেশের দর্শকরা ছবিটি দেখার সুযোগ পাবেন। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে ছবিটি মুক্তি পাবে ১৫ নভেম্বর। একই দিন সিনেমাটি অস্ট্রেলিয়াতেও মুক্তি পাবে।

দুই যুগ আগে মুক্তি পাওয়া রিডলি স্কটের ‘গ্লাডিয়েটর’ এখনো ভুলতে পারেননি অনেক সিনেমাপ্রেমী। অ্যাকশন আর আবেগের মিশেলে নির্মিত রাসেল ক্রো, অভিনীত ছবিটিকে এই শতকের অন্যতম সেরা সিনেমার একটি মনে করা হয়। ২৪ বছর পর রিডলি নিয়ে আসছেন সেই ছবির সিক্যুয়েল ‘গ্লাডিয়েটর-২’। প্রথম কিস্তিতে রাসেল ক্রো, হোয়াকিন ফিনিক্সের মতো অভিনেতাদের দেখা গিয়েছিল। এবার প্রধান চরিত্রে রিডলি স্কট আস্থায় রেখেছেন এ সময়ের আলোচিত ব্রিটিশ অভিনেতা পল মেসক্যালকে।

এ ছাড়া আছেন পেড্রো প্যাসক্যাল, ডেনজেল ওয়াশিংটন প্রমুখ। মেসক্যাল অভিনয় করেছেন ‘লুসিয়াস ভেরাস’ চরিত্রে। এই ভেরাস হলেন লুসিলার ছেলে ও কমোডাসের ভাগনে। ছবির গল্প ভেরাসকে নিয়েই। ১৫ বছর লাপাত্তা থাকার পর সে হাজির হয়, জড়িয়ে যায় গ্লাডিয়েটরিয়াল লড়াইয়ের নৃশংস জগতে।

গত ২৪ বছর ‘গ্লাডিয়েটর’-এর সিক্যুয়েল নিয়ে বেশ কয়েকবার আলাপ শোনা গেছে। তবে ‘গ্লাডিয়েটর-২’র বিষয়টি নিশ্চিত হয় বছর তিনেক আগে। গত বছরের জানুয়ারিতে জানা যায়, প্রধান চরিত্রে দেখা যাবে পল মেসক্যালকে। তরুণ এই অভিনেতা বিবিসি ও হুলুর মিনি সিরিজ ‘নরমাল পিপল’ দিয়ে পরিচিতি পান। সে সময় তাকে এমন বড় বাজেটের সিনেমায় নেওয়ায় অবাক হয়েছিলেন অনেকেই। তবে ট্রেলারে তার পারফরম্যান্স দেখে অনেকেই বলতে বাধ্য হয়েছেন যে নির্মাতার পছন্দ ভুল হয়নি।

গত বছরের মে মাসে ছবিটির শুটিং শুরু হয় মরক্কোয়। এ ছাড়া ছবিটির শুটিং হয়েছে মালটা ও যুক্তরাজ্যে। ৩১০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত ছবিটির সাফল্য কি আগের ছবিকে ছাড়িয়ে যাবে! সেটা দেখার জন্যই এখন অপেক্ষা সবার।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত