Homeজাতীয়কারাগারে সাবেক সংসদ সদস্য মুকুল

কারাগারে সাবেক সংসদ সদস্য মুকুল

[ad_1]

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে নাহিদুল ইসলাম হত্যা মামলায়  ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ বৃহস্পতিবার তাকে হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই আল-আমীন তালুকদার তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

অপরদিকে আসামি পক্ষের আইনজীবী খায়ের উদ্দিন শিকদার জামিনের আবেদন করেন। এছাড়া রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী এর বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.সেফাতুল্লাহ তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ১৩ নভেম্বর রাতে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-২।

মামলার বিবরণে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় গুলিতে নিহত হন নাহিদুল ইসলাম। এ ঘটনায় তার ভগ্নিপতি মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত