Homeরাজনীতিজাহাঙ্গীরনগর  বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের চেতনা আক্রান্ত।

জাহাঙ্গীরনগর  বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের চেতনা আক্রান্ত।

বৃহস্পতিবার দুপুর ১টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে

ফেলেছে মুক্তিযুদ্ধ চেতনা বিরোধীরা ।

এ সময় তারা ‘মুজিববাদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’; ‘মুজিবের গদিতে, আগুন জ্বালো একসাথে’; ‘মুজিববাদের ঠিকানা, এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথিত সমন্বয়ক তৌহিদ আহমেদ সিয়াম দাবী করে, হাজার হাজার ছাত্র-জনতার আন্দলনের মাধ্যমে এই দেশ থেকে তারা শেখ হাসিনাকে দেশ থেকে যেতে বাধ্য করেছে।

তারা আরও বলে, শেখ হাসিনা যার আদর্শ পুঁজি করে সারা দেশে কথিত ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল সেই নৈরাজ্যের বড়ো ভগবান ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । এই বাংলাদেশে তার নাম আর কোথাও রাখা হবে না। তারা আরও দাবি করেছে , সেই জায়গা থেকে তারা দেখেছে রাষ্ট্রীয় পর্যায় থেকে শেখ মুজিবের ছবি সরানো হয়েছে। সেই থেকে তারা বলেছিলো যে, জাহাঙ্গীরনগরে শেখ মুজিবের কোন ছবি থাকবে না। সেই পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শেখ মুজিবের ছবি সরানোর মাধ্যমে তারা বিশ্ববিদ্যালয়কে মুজিববাদ মুক্ত করেছে।

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত