Homeবিনোদনআজ আইয়ুব বাচ্চুকে স্মরণ | কালবেলা

আজ আইয়ুব বাচ্চুকে স্মরণ | কালবেলা

[ad_1]

অক্টোবরের ১৮ তারিখ রাজধানীর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় আয়োজিত হওয়ার কথা ছিল ‘ঢাকা রেট্রো’ কনসার্ট। পরে কনসার্টের এক দিন আগে হঠাৎ জানানো হয়, ঢাকা অ্যারেনায় নয়, কনসার্ট হবে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। কয়েক ঘণ্টার মধ্যে এ সিদ্ধান্ত থেকেও সরে আসেন আয়োজকরা। পরে স্থগিতই হয়ে যায় আয়োজন। এবার বহুল প্রতীক্ষিত এ কনসার্টটি আজ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। নতুন ভেন্যু রাজধানীর সেনা প্রাঙ্গণ হল।

কনসার্টটি আয়োজন করছে ‘ব্লু ব্রিক কমিউনিকেশন’। এ কনসার্ট নিয়ে শ্রোতা-দর্শকের উত্তেজনার শেষ নেই। এতে নগর বাউল জেমস, আর্ক, মাইলস ও দলছুট-এর মতো কালজয়ী দলগুলোকে একমঞ্চে দেখা যাবে। দেওয়া হবে প্রয়াত রক লিজেন্ড আইয়ুব বাচ্চুকেও ট্রিবিউট। যেই ট্রিবিউটে অংশ নেবেন ডি-রকস্টারখ্যাত শিল্পী মঈদুল ইসলাম খান শুভ ও ওয়ারফেজের সাবেক সদস্য গিটারিস্ট অনি হাসানও।

আয়োজকদের পক্ষ থেকে কনসার্ট নিয়ে কালবেলাকে জানানো হয়, কনসার্টে প্রবেশের ক্ষেত্রে কঠোর নিরাপত্তা থাকবে। শ্রোতাদের সুন্দর একটি সময় উপহার দেওয়াই এখন প্রধান উদ্দেশ্য।

‘ঢাকা রেট্রো’ কনসার্টের টিকিট শ্রোতাদের জন্য অনলাইন টিকিট প্ল্যাটফর্ম ‘গেট সেট রক’-এর ওয়েবসাইটে অক্টোবরেই উন্মুক্ত করা হয়। সাইটে দুই ক্যাটাগরির টিকিট রাখা হয়। ভিআইপি ২৪০০ ও সাধারণ ১৪০০ টাকা।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত