[ad_1]
লড়াইটি গত জুনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু মায়ামি থেকে লস অ্যাঞ্জেলস যাওয়ার পথে বিমানে অসুস্থ হয়ে পড়েন টাইসন। রক্তবমি করেন। আলসার ধরা পড়ে তাঁর শরীরে। এ কারণে গত মে মাসে নির্ধারিত সেই লড়াইয়ের দিনক্ষণ পিছিয়ে দেওয়া হয়। সেই টাইসন এখন কেমন আছেন? ম্যাচের আগে গতকাল চূড়ান্ত সংবাদ সম্মেলনেই জানিয়ে দিয়েছেন, আগেই বাগ্যুদ্ধে জড়াতে চান না।
বোঝা গেল আশির দশকজুড়ে টাইসনের মনের ভেতরকার সেই লেলিহান আগুন আর নেই। তবে ছাইচাপা কিছু একটা যে আছে ভেতরে, সেটাও বোঝা গেল তাঁর কথায়, ‘আমি লড়াইয়ের জন্য প্রস্তুত। লড়াই করতে মুখিয়ে আছি।’ ছাইচাপা সেই আগুনের কিছুটা দেখিয়েছেনও টাইসন, ‘আমি হারব না।’ এটুকু বলে সাংবাদিকদের জিজ্ঞেস করেছেন, ‘শুনেছেন আমি কি বলেছি?’
[ad_2]
Source link