Homeজাতীয়দৌলতখানে আগ্নেয়াস্ত্র ও  হাতবোমাসহ তিন যুবক আটক

দৌলতখানে আগ্নেয়াস্ত্র ও  হাতবোমাসহ তিন যুবক আটক

[ad_1]

ভোলার দৌলতখানে ১০টি হাতবোমা ও একটি আগ্নেয়াস্ত্রসহ তিন যুবককে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।

আজ শুক্রবার (১৫ নভেম্বর) ভোর ৫টায় দৌলতখান উপজেলার মধ্যমেনায় অবস্থিত মদনপুর ইউনিয়নে অভিযান  চালিয়ে তাদের আটক করা হয়। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞিপ্তিতে জানান, দেশের আইনশৃঙ্খলা রক্ষাসহ উপকূলীয় অঞ্চলে সন্ত্রাস দমনে সাফল্যের সঙ্গে কাজ করছে বাংলাদেশ কোস্টগার্ড।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৫টায় দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নে একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মফিজ মাল (৩৬), মো. মামুন মাল (২২) ও মো. শামীম মালকে (১৯) একটি আগ্নেয়াস্ত্র, ১০টি হাতবোমা ও চারটি দেশীয় অস্ত্র সহ আটক করা হয়। আটক তিনজন এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তারা দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছিলেন। আটককৃত তিনজন ও জব্দ করা আলামত ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত