[ad_1]
রণবীর সিংয়ের প্রকাশিত ছবির সিরিজে প্রথমেই আছে একটি ছোট ভিডিও, যেখানে দেখা যাচ্ছে হাসিতে ফেটে পড়ছেন দীপিকা। হাসতে হাসতে চোখে জল চলে আসছে তাঁর, মুখ মুছে নিচ্ছেন তোয়ালেতে। লাল হয়ে যাচ্ছে গাল। আবার হাসছেন। রণবীর এই ভিডিওর সঙ্গে জুড়ে দিয়েছেন সনু নিগমের বিখ্যাত গান, ‘হাসতি রহে তু হাসতি রহে, হয়া কি লালি খিলতি রহে…’। বোঝাই যাচ্ছে, স্ত্রীর এই হাসিটাই তিনি দেখতে চান সারা জীবন। পোস্টে রণবীর দীপিকাকে ট্যাগ করে লিখেছেন, ‘প্রতিটি দিনই স্ত্রীর প্রশংসা করার দিন, তবু আজকে প্রধান দিন, শুভ বিবাহবার্ষিকী দীপিকা, তোমাকে ভালোবাসি।’
২০১৮ সালের আজকের দিনে সাত পাকে বাঁধা পড়েন রণবীর-দীপিকা।
[ad_2]
Source link