Homeজাতীয়চুয়াডাঙ্গায় তরুণ হত্যার রহস্য উন্মোচন

চুয়াডাঙ্গায় তরুণ হত্যার রহস্য উন্মোচন

[ad_1]

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের তুষার আহম্মদ সবুজকে (২২) মোটরসাইকেলসহ পুড়িয়ে হত্যার একদিন পর ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন- জেলার আলমডাঙ্গা উপজলার সাগর আলী (২২), একই উপজলার  নাজমুল হক পাপ্পু (২৮) ও সদর উপজলার কুতুবপুর গ্রামের জহুরুল ইসলাম (৪৬)।


আলমডাঙ্গা থানার উপ-পুলিশ পরিদর্শক কাজী শামসুল আলম জানান, হত্যাকারী সাগরকে গত বৃহম্পতিবার ভোর সাড়ে ৫ টায় ও পাপ্পুকে রাত পৌনে ১ টায় এবং জহুরুলকে ভোর পৌনে ৬ টায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাগর হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।হত্যাকারীদের কাছ থেকে ১টি মোটরসাইকেল ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে জানান, নিহত সবুজ পুরাতন মোটরসাইকেলের  ব্যবসা করতো, সে কারণে তার কাছ নগদ টাকা থাকতো। ওই টাকাগুলো নিয়ে নেওয়ার জন্যই হত্যাকারীরা তাকে কৌশলে ঘটনাস্থলে ডেকে নিয়ে যায়। তাকে হত্যার ঘটনাটি অন্যখাতে প্রবাহিত করার জন্য মরদেহ ও মোটরসাইকেল জ্বালিয়ে দেয়।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান,বাদমাজু গ্রামের পাহাড় পাড়ার তুষার আহম্মদ সবুজ নিহত হওয়ার পর বৃহস্পতিবার তার বাবা জয়নুল আবদীন বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মামলা করেন। এরপর হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়।

উল্লখ্য, গত মঙ্গলবার তুষার আহম্মদ সবুজ সন্ধ্যার পর বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরদিন বুধবার ওই উপজলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের একটি মেহগনি বাগানে তুষার আহম্মদ সবুজের মৃতদেহ পাওয়া যায়।

 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত