Homeবিনোদনচার তরুণের আনন্দ-বিষাদের গল্প ‘ফ্রেঞ্জি’

চার তরুণের আনন্দ-বিষাদের গল্প ‘ফ্রেঞ্জি’

[ad_1]

হাসিব চৌধুরীর ‘ফ্ল্যাট ১৪৩’ গল্প অবলম্বনে তৈরি হয়েছে ওয়েব সিরিজ ‘ফ্রেঞ্জি’। চার তরুণের বন্ধুত্ব, ভালোবাসা, আনন্দ ও বিষাদের গল্প নিয়ে এগিয়েছে গল্প। বানিয়েছেন জাহিদ প্রীতম। ২০ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে সিরিজটি। বৃহস্পতিবার ট্রেলার প্রকাশ করে জানানো হয় সিরিজ মুক্তির তারিখ।

প্রায় চার মিনিটের ট্রেলারে দেখা গেল, পড়ালেখা শেষ করে বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে রাজশাহী থেকে ঢাকা আসে মুরাদ। উদ্দেশ্য, ভালো একটা চাকরি। এখানে তার একমাত্র ভরসা বন্ধু লাকি। কিন্তু লাকির স্বপ্ন শাহরুখ খানের মতো খ্যাতিমান নায়ক হওয়া। ঘটনাক্রমে দুই বন্ধুর সঙ্গে পরিচয় হয় নিতু ও মিলার। কপিরাইটার মিলা হতে চায় লেখিকা, আর নিতু হতে চায় দেশসেরা ফ্যাশন ডিজাইনার। কিন্তু পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় দুই নারীর স্বপ্ন যেন হয়ে ওঠে এভারেস্টসম। তবু পিছু হটে না তারা। জীবনের নানা টানাপোড়েন, বন্ধুত্ব, ভালোবাসা, আনন্দ আর বিষাদের গল্প নিয়েই এগিয়ে যায় সিরিজ। চার বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, পার্থ শেখ, আইশা খান ও সাবরিন আজাদ।

নির্মাতা জাহিদ প্রীতম বলেন, ‘দর্শক সিরিজটি দেখলে অদ্ভুত মিষ্টি একটা গল্পের দুনিয়ায় প্রবেশ করবে। যেখানে সুখ-দুঃখের পাশাপাশি আছে সম্পর্ক, শেয়ারিং-কেয়ারিং, ফ্রেন্ডশিপ। সাধারণ ভঙ্গিতে অসাধারণ একটা গল্প বলার চেষ্টা করেছি এই সিরিজে। ফ্রেঞ্জি আমার প্রথম ওয়েব কনটেন্ট। এবারই প্রথম অন্যের গল্পে কাজ করলাম। এর কারণ, গল্পটা আমার খুবই মনে ধরেছে। আমার বিশ্বাস, আগের মতো এবারও দর্শকের মন জয় করতে পারব।’

ফ্রেঞ্জি সিরিজে আরও অভিনয় করেছেন মীর রাব্বী, ফারজানা বুশরা, রেহনুমা ঐশী, দীপা খন্দকার, শাহেদ আলী, মিলি বাশার, শোয়েব মনির প্রমুখ।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত