Homeদেশের গণমাধ্যমেরুকু-সিজদায় তিনবার তাসবিহ না পড়লে কি নামাজ হবে?

রুকু-সিজদায় তিনবার তাসবিহ না পড়লে কি নামাজ হবে?

[ad_1]

রুকু-সিজদায় কমপক্ষে তিন তিনবার তাসবিহ পড়া সুন্নত, পাঁচবার বা সাতবারও পড়া যায়। ইচ্ছা করে তিনবারের কম পড়া অনুচিত। হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত আল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, তোমাদের কেউ যখন রুকু করে তখন সে যেন তিনবার ‘সুবাহানা রাবিবয়াল আযীম’ বলে এবং যখন সিজদা করে তখন যেন ‘তিনবার সুবহানা রাবিবয়াল আ’লা’ বলে। যখন সে এভাবে তিনবার করে তাসবিহ পড়বে, তখন তার রুকু ও সিজদা পূর্ণ হবে। আর এটি হল তাসবিহ আদায়ের সর্বনিম্ন পরিমাণ। (মুসান্নাফ ইবনে আবি শাইবা)

তিনবার তাসবিহ পড়া যেহেতু ফরজ বা ওয়াজিব নয়, তাই তিনবার তাসবিহের কম পড়লেও নামাজ আদায় হয়ে যাবে। রুকু ও সিজদায় কেউ ভুল করে বা ইচ্ছাকৃত একবার বা দুবার তাসবিহ পড়লেও নামাজ বাতিল হবে না বা সাহু সিজদাও ওয়াজিব হবে না।

তবে নামাজে তাড়াহুড়া করা কোনোভাবেই উচিত নয়। রুকু ও সিজদাসহ নামাজের প্রতিটি রোকনে গিয়ে স্থির হওয়া পর্যন্ত অবস্থান করা ফরজ। কেউ যদি তাড়াহুড়া করতে গিয়ে নামাজের রোকনগুলোয় গিয়ে ঠিক মতো স্থীরও না হয়, তাহলে নামাজ নষ্ট হয়ে যেতে পারে।

আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) একদিন মসজিদে ঢুকলেন, তখন একজন সাহাবি এসে নামাজ আদায় করলেন। তারপর তিনি এসে নবিজিকে (সা.) সালাম করলেন। নবিজি সালামের জবাব দিয়ে বললেন, আবার গিয়ে নামাজ আদায় করুন, আপনি নামাজ আদায় করেননি।

সাহাবি ফিরে গিয়ে আগের মত নামাজ আদায় করে আবার নবিজিকে (সা.) সালাম করলেন। নবিজি আবার বললেন, ফিরে গিয়ে নামাজ আদায় করুন, আপনি নামাজ আদায় করেননি।

এভাবে তিনবার তিনি তাকে ফিরে গিয়ে নামাজ আদায় করতে বললেন।

সাহাবি বললেন, সেই মহান সত্তার শপথ! যিনি আপনাকে সত্যসহ পাঠিয়েছেন, আমি তো এর চেয়ে সুন্দর করে নামাজ আদায় করতে পারি না। আপনি আমাকে শিখিয়ে দিন।

নবিজি (সা.) বললেন, যখন আপনি নামাজের জন্য দাঁড়াবেন, তখন তাকবির বলবেন। তারপর কোরআন থেকে কিছু আয়াত পড়বেন যা আপনার জন্য সহজ হয়। তারপর রুকুতে যাবেন এবং ধীরস্থিরভাবে রুকু আদায় করবেন। তারপর রুকু’ থেকে উঠে সোজা হয়ে দাঁড়াবেন। তারপর ধীরস্থিরভাবে সিজদা করবেন। এরপর সিজদা থেকে উঠে স্থিরভাবে বসবেন এবং পুনরায় সিজদায় গিয়ে ধীরস্থিরভাবে সিজদা করবেন। এভাবে পুরো নামাজ আদায় করবেন। (সহিহ বুখারি, সহিহ মুসলিম)

ওএফএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত