Homeজাতীয়জনগণের গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরিয়ে দিন: গয়েশ্বর

জনগণের গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরিয়ে দিন: গয়েশ্বর

[ad_1]

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণ এখন ও তাদের ভোটের অধিকার ফিরে পায়নি। তাই দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরিয়ে দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। আজ (১৬ নভেম্বর) শনিবার দুপুরে  জিনজিরা  ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপি  কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন, তিনি আর ও বলেন, ১৬ বছর কেরানীগঞ্জের উন্নয়নের জন্য যত বরাদ্ধ এসেছে সেই টাকায় উন্নয়ন মূলক কাজ না করে আওয়ামীলীগ নেতারা টাকা পকেটে বড়েছে। জনগণ ভোট দিতে প্রস্তুত তাই দেরি না করে জনগণের আসা আকাঙ্খা পূরণে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন।

ষড়যন্ত্র করীরা ষড়যন্ত্র করছে তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্রের  বিরুদ্ধে সবাইকে সজাগ ও সোচ্চার থাকতে হবে। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির,সভাপতি, অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।

জিনজিরা ইউনিয়ন বিএনপি সভাপতি, হাজী মোকাররম হোসেন সাজ্জাদের সভাপতিত্বে,জিনজিরা ইউনিয়ন বিএনপির, সাধারণ সম্পাদক, আশরাফ হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলার বিএনপির প্রবীণ নেতা, নাজিম উদ্দিন মাস্টার, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজ্জাদ্দেদ আলী বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক  সিরাজুল ইসলাম, দক্ষিণ থানা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোকাররম হোসেন সাজ্জাদ, বিএনপি নেতা ঈশা খা প্রমুখ।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত