Homeদেশের গণমাধ্যমেবেতনের দাবিতে বেক্সিমকোর শ্রমিকদের সড়ক অবরোধ

বেতনের দাবিতে বেক্সিমকোর শ্রমিকদের সড়ক অবরোধ

[ad_1]

গাজীপুরের কাশিমপুরে এক মাসের বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। শ্রমিক বিক্ষোভে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে শ্রমিকরা জড়ো হয়ে চন্দ্রা-নবীনগর মহাসড়কে অবরোধ তৈরি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। দুপুর ২টা পর্যন্ত শ্রমিকরা মহাসড়কে অবস্থান করে বিক্ষোভ করছিল।

কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, গাজীপুর সিটি করপোরেশনের সারোবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। বৈষ্যম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গত কয়েক মাস ধরে শ্রমিকরা প্রতিমাসের বেতনসহ বিভিন্ন দাবি আন্দোলন করে আদায় করছে। চলতি মাসেও আশপাশের প্রায় সব কারখানার বেতন ভাতা পরিশোধ করা হলেও বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা বেতন পায়নি। যার কারণে বেতনের দাবিতে শনিবার সকাল থেকে কয়েক হাজার শ্রমিক কারখানার ফটকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে কারখানা থেকে কিছু সামনে চক্রবর্তী এলাকায় সকাল সাড়ে ৮টা থেকে চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতেই ওই সড়কের দুপাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে ১০ থেকে ১৫ কিলোমিটার পর্যন্ত যানজটের তৈরি হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা শনিবার সকাল সাড়ে ৮টায় জড়ো হয়ে গত অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে। কারখানা কর্তৃপক্ষ রোববার বকেয়া পরিশোধের আশ্বাস দিয়ে আসছিল। কিন্তু শ্রমিকরা সেই আশ্বাস না মেনেই মহাসড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আছেন। তারা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার জন্য কাজ করছেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত