Homeবিনোদনরুনা লায়লার জন্মদিনে গাইবেন সাব্বির-প্রিয়াংকা

রুনা লায়লার জন্মদিনে গাইবেন সাব্বির-প্রিয়াংকা


উপমহাদেশের নন্দিত সংগীতশিল্পী রুনা লায়লা। তার গান বাংলাদেশের কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। দেশের বাইরেও বিপুল জনপ্রিয় তিনি। এখন পর্যন্ত ১৮টি ভাষায় ১০ হাজারের বেশি গান গেয়েছেন এই কণ্ঠশিল্পী। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের অনেক সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

জীবন্ত কিংবদন্তি রুনা লায়লা গানের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। বেশ কয়েকবার তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। একই সঙ্গে স্বাধীনতা পুরস্কারসহ দেশ-বিদেশে অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।

১৭ নভেম্বর খ্যাতিমান শিল্পী রুনা লায়লার জন্মদিন। এ দিন তিনি ৭১ পেরিয়ে ৭২-এ পা রাখবেন। কিংবদন্তি এই শিল্পীর জন্মদিন উপলক্ষে এনিগমা টিভি বিশেষ উদ্যোগ নিয়েছে। এ দিন নিহার সুলতানার প্রযোজনায় আজ গানের দিন-এ রুনা লায়লাকে সম্মান জানিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে।

সংগীতশিল্পী ইউসূফ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানটি সরাসরি রোববার রাত ৮টায় এনিগমা টিভিতে দেখা যাবে। জানা গেছে, রুনা লায়লাকে শ্রদ্ধা জানিয়ে তার কিছু শ্রোতাপ্রিয় গান গাইতে দেখা যাবে এ প্রজন্মের কণ্ঠশিল্পী সাব্বির ও প্রিয়াংকা বিশ্বাসকে। অনুষ্ঠানটি উপভোগ করা যাবে এনিগমা টিভির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটেও।

এ ব্যাপারে এনিগমা টিভির ব্যবস্থাপনা পরিচালক শেখ জাহিন আহমেদ বলেন, রুনা লায়লা বাংলা ভাষাভাষীদের অহংকারের নাম। তাকে নিয়ে কিছু করতে পারা মানে গানপ্রিয় শ্রোতাদের সম্মান জানানো। সত্যি বলতে একজন রুনা লায়লাকে নিয়ে অনেক কিছু অনেকভাবেই করা যায়। আমরা এদিন দুজন জনপ্রিয় শিল্পীর কণ্ঠে রুনাভক্তদের শোনাবো তার প্রিয় কিছু গান। আশা করছি শ্রোতা-দর্শকরা আমাদের সঙ্গেই থাকবেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত