[ad_1]
গাছুয়া ইউনিয়নের সরকারি পুকুরের পুকুরের কাছেই কৃষক মো. আশ্রাফের (৪২) জমি। গতকাল শনিবার দুপুরে তিনি প্রথম আলোকে বলেন, ‘কৃষকেরা চাষের লাই ফইরের (পুকুরের) পানি পাইতেছে না। মালিক সরকার অইলেও টাকা দিয়ে কেনা লাগতেছে।’
কৃষকেরা জানান, বর্তমানে সন্দ্বীপ উপজেলা কৃষক লীগের সভাপতি কামরুল হাসানের কাছে দেওয়া আছে গাছুয়া ইউনিয়নের পুকুরের ইজারা।
এ বিষয়ে ইজারাদার কামরুল হাসানের কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে বলেন, চার বছর আগে তৎকালীন চেয়ারম্যানের থেকে ১ লাখ টাকার বিনিময়ে তিনি পুকুরটি ইজারা নেন। ইজারার কাগজপত্র ইউনিয়ন পরিষদেই আছে। গত ২৫ বছরে পুকুরটি থেকে মাটি ওঠানো হয়নি। পুকুরে পানিই থাকে না। এখান থেকে কৃষক পানি পাচ্ছে না এ অভিযোগ ঠিক নয়।
[ad_2]
Source link