Homeঅর্থনীতিখেলাপি ঋণ ২ লাখ ৮৫ হাজার কোটি টাকা

খেলাপি ঋণ ২ লাখ ৮৫ হাজার কোটি টাকা


অতীতের সব রেকর্ড ছাড়িয়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে ব্যাংক খাতের খেলাপি ঋণ। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক খাতের খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৮৫ হাজার কোটি টাকা— যা বিতরণকৃত মোট ঋণের প্রায় ১৭ শতাংশ।

রবিবার (১৭ নভেম্বর ) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, নিয়ন্ত্রক সংস্থার জ্ঞাতসারে এতদিন বিভিন্নভাবে খেলাপি ঋণের তথ্য গোপন করতো ব্যাংকগুলো। সরকার পতনের পর সেই সুযোগ বন্ধ হয়েছে। এর ফলে এক লাফে খেলাপি ঋণ বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের সেপ্টেম্বরের শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ২ লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ১৬ লাখ ৮২ হাজার ৮২১ কোটি টাকার ১৬ দশমিক ৯৩ শতাংশ।  শুধু তাই নয়, গত ১৬ বছরের মধ্যে বিতরণ করা ঋণ ও খেলাপি ঋণের সর্বোচ্চ অনুপাত এটি।

তথ্য বলছে, গত জুন পর্যন্ত খেলাপি ঋণ ছিল ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা। অর্থাৎ গত তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৭৩ হাজার ৫৮৬ কোটি টাকা

গত মার্চে খেলাপি ঋণ ছিল ১ লাখ ৮২ হাজার কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত ডিসেম্বর মাসের শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা  বলেন, ‘খেলাপি ঋণের সংজ্ঞায়  পরিবর্তন আনা হয়েছে। আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ করার কারণে খেলাপি বেড়েছে।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত