Homeদেশের গণমাধ্যমেবিয়ের দাবিতে ভারতীয় তরুণী বাংলাদেশে

বিয়ের দাবিতে ভারতীয় তরুণী বাংলাদেশে

[ad_1]

প্রেমের টানে প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে বাংলাদেশে ছুটে এসেছেন এক তরুণী। সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশি যুবক আহসানের (২৪) বাড়িতে এসে অবস্থান নিয়েছেন। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্ত ফাঁড়ির অধীনস্থ সীমান্ত সংলগ্ন চাকুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

রোববার (১৭ নভেম্বর) বেলা ১২টার দিকে ভারতীয় ওই তরুণী আহসানের বাড়িতে এসে অবস্থান নেয়।

জানা যায়, প্রেমিক আহসান সীমান্ত সংলগ্ন চাকুলিয়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে, আর প্রেমিকা আয়েশ খাতুন (১৭) ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হুদাপাড়া গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে।

সংবাদ পেয়ে ঠাকুরপুর সীমান্ত ফাঁড়ির বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা দুপুর ৩টার দিকে ভারতীয় তরুণীকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসেন।

প্রেমিক আহসানের বড় ভাই আরাফাত জানান, বেলা ১২টার দিকে ভারতের হুদাপাড়া গ্রামের তরুণী আয়েশা খাতুন আমাদের বাড়িতে এসে বিয়ের দাবিতে অবস্থান নেয়। আমার ছোট ভাই আহসানের সঙ্গে তার এক বছরের অধিক সময় ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে বলে মেয়েটি জানিয়েছে। মেয়েটি ২-৩ ঘণ্টা আমাদের বাড়িতে অবস্থান করার পর বিজিবি সদস্যরা এসে তাকে নিয়ে যায়।

ঠাকুরপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার হারুন অর রশিদ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, বিকেল ৪টার দিকে চাকুলিয়া সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় তরুণীকে তার পরিবার হাতে তুলে দেওয়া হয়েছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত