Homeজাতীয়রাণীশংকৈলে রাস্তা সংস্কার ও প্রশস্তকরনের দাবিতে মানববন্ধন

রাণীশংকৈলে রাস্তা সংস্কার ও প্রশস্তকরনের দাবিতে মানববন্ধন

[ad_1]

রাণীশংকৈলে কাউন্সিল বাজার থেকে কাশিপুর বাজার চৌরাস্তা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা সংস্কার ও প্রশস্তকরনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সড়ক দুর্ঘটনা রোধ ও যানজট নিরসন কল্পে রবিবার (১৭ নভেম্বর ) সকালে কাউন্সিল বাজারে ইউনিয়ন সড়ক ও জনপথ উন্নয়নের দাবিতে গঠিত কমিটি ও এলাকাবাসী এ কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনিয়ন সড়ক ও জনপথ উন্নয়নের দাবিতে গঠিত কমিটির আইন উপদেষ্টা এডভোকেট মেহেদী হাসান শুভ,  সাবেক প্রধান শিক্ষক রাজেকুল্লাহ , কাউন্সিল বাজার কমিটির সভাপতি শাহা আলম, ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, মাওলানা আজাদ আলী, ব্যবসায়ী খালেদ হাসান দিনার, বিএনপি নেতা এন্তাজুল ইসলাম, দেলোয়ার হোসেন, জামায়াত নেতা সোহেল রানা ও সাংবাদিক ইসমাম হোসেন অনন্ত প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, এ সড়কের পাশে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা সহ ৮ টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সে সকল বিদ্যালয় শিক্ষার্থীদের আসা-যাওয়া করতে চরম ভোগান্তিতে পরতে হয়। রাস্তা সরু ও বিভিন্ন জায়গায় পিচ ঢালাই উঠে যাওয়ার কারণে প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। এ রাস্তা দিয়ে প্রতিদিন ধর্মগড় ও কাশিপুর ইউনিয়নের প্রায় কয়েক হাজার মানুষ চলাচল করে। এছাড়াও কৃষি মৌসুমে এ অঞ্চল কৃষি নির্ভর হওয়ার কারণে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে আসা পন্যবাহী যানবাহন চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়। একটি গাড়ি অপর একটি গাড়ীকে ক্রসিং করতে গিয়ে প্রায় সময়ই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এলাকাবাসীর দাবি ১০ ফিটের এ সড়কটি সংস্কার করে যেনো ২৪ ফিট প্রশস্ত করা হয়।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত