Homeজাতীয়সংবিধান সংস্কার বিষয়ে বিভিন্ন পেশাজীবী ও সংস্কৃতিকর্মীদের সঙ্গে কমিশনের মতবিনিময়

সংবিধান সংস্কার বিষয়ে বিভিন্ন পেশাজীবী ও সংস্কৃতিকর্মীদের সঙ্গে কমিশনের মতবিনিময়

[ad_1]

সংবিধান সংস্কার বিষয়ে কয়েকটি পেশাভিত্তিক সংগঠনের প্রতিনিধি এবং দেশের তরুণ চিন্তাবিদ ও সংস্কৃতিকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছে সংবিধান সংস্কার কমিশন। রবিবার (১৭ নভেম্বর) পঞ্চম দিনের জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পেশাভিত্তিক সংগঠনগুলোর প্রতিনিধি হিসেবে ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) আরবিট্রেশন ট্রাইব্যুনালের চেয়ারম্যান নাসরিন বেগম, প্যানেল আইনজীবী চৌধুরী মকিমুদ্দিন কেজে আলী, উপমহাসচিব মো. জামিল উদ্দিন মিল্টন; ইনস্টিটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারসের অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেন, যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন; বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী, কোষাধ্যক্ষ মো. শহিদুল ইসলাম; বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সিনিয়র অ্যাডভোকেট মাহবুব উদ্দিন খোকন, নির্বাহী সদস্য অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম; গার্মেন্টস শ্রমিক সংহতির সহ-সভাপ্রধান অঞ্জন দাস, সাধারণ সম্পাদক মিজানুর রহিম চৌধুরী, কেন্দ্রীয় সদস্য সাবিনা ইয়াসমিন; বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের প্রেসিডেন্ট প্রফেসর ড. আদিল মুহাম্মদ খান, ভাইস-প্রেসিডেন্ট প্ল্যানার সৈয়দ শাহরিয়ার আমিন, সদস্য প্ল্যানার এ কে এম রিয়াজউদ্দিন; বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের প্রেসিডেন্ট চৌধুরী আশিকুল আলম, ভাইস প্রেসিডেন্ট খলিলুর রহমান; বাংলাদেশ ইন্ডিজেনিয়াস পিপলস নেটওয়ার্ক অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড বায়োডাইভারসিটির (বিপনেট) সদস্য জিডিশন প্রধান সুচিয়াং, সদস্য নবদ্বীপ কুমার; পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সদস্য নিরুপা দেওয়ান, সদস্য ড. হরি পূর্ণ ত্রিপুরা।

এছাড়া বিকালে মতবিনিময় সভায় সংস্কারের বিভিন্ন দিক নিয়ে মতামত দেন তরুণ চিন্তাবিদ ও সংস্কৃতিকর্মী সারোয়ার তুষার, সাইয়েদ আবদুল্লাহ, অরূপ রাহী, দীপক কুমার গোস্বামী, অ্যাডভোকেট আরিফ খান, মাহা মির্জা, ইমরান মাহফুজ, ড. সৈয়দ নিজার, ইলিরা দেওয়ান এবং আসিফ আকবর।

মতবিনিময় সভাগুলোতে কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজ এবং কমিশনের সদস্য অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ড. শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ এবং মো. মুসতাইন বিল্লাহ অংশগ্রহণ করেন।

আগামীতেও বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সঙ্গে সংবিধান সংস্কার কমিশন মতবিনিময় সভা অব্যাহত রাখা হবে বলে কমিশন থেকে জানানো হয়।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত