[ad_1]
শেখ হাসিনার উদ্দেশে রুহুল কবির রিজভী বলেন, ‘আপনি (শেখ হাসিনা) পালিয়ে গেছেন। খালেদা জিয়া পালাননি। দুর্বিষহ দুঃশাসনকে তিনি বরণ করেছেন, পুরোনো একটি ভাঙা বিল্ডিংয়ের মধ্যে দুই বছর আটকে রাখা হলো। তারপরও তিনি (খালেদা জিয়া) কখনো শেখ হাসিনার কাছে মাথা নিচু করেননি। তিনি (খালেদা জিয়া) বলেছেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগ, সে অভিযোগ মিথ্যা এবং আইন আদালতেও সেটি বারবার উচ্চারিত হয়েছে।” এটাই বিএনপি থেকে আওয়ামী লীগের পার্থক্য।’ রিজভী আরও বলেন, ‘বিএনপি হচ্ছে আদর্শের দল, উৎপাদনের দল, মানুষের ক্ষুধা নিবারণের দল। আরেকটি (আওয়ামী লীগ) দল হচ্ছে লুটেরার দল, দুর্ভিক্ষের দল, টাকা পাচারকারীর দল।’
ঢাকার দুই সিটি করপোরেশনের সাবেক দুই মেয়রের সমালোচনা করে রুহুল কবির রিজভী আরও বলেন, ‘ওনার (শেখ হাসিনার) একজন মেয়র আছেন, বিনা ভোটের মেয়র, আতিক সাহেব। তিনি তাঁর সিটি করপোরেশনে একটি পদ তৈরি করলেন। সেটা হচ্ছে হিট অফিসারের। সেখানে নিয়োগ দিলেন তাঁর মেয়েকে। তারপর আমরা কী দেখেছি, যে হিট অফিসারের স্বামী, সে আবার সুপার হিট। সে এরই মধ্যে ১০০ কোটি টাকার সম্পদ তৈরি করেছে এই সিটি করপোরেশনের মধ্যে।’
রিজভী আহমেদ বলেন, ‘আরেকটি সিটি করপোরেশনের মেয়র তাপস (ফজলে নূর তাপস) ওনার (শেখ হাসিনার) ভাতিজা। তাঁর কীর্তি যদি বলি, ওই যে আমরা ছোটবেলায় রাক্ষস-খোক্কসের গল্প শুনতাম দাদি-নানির কোলে শুয়ে, আমরা যে ঠাকুরমার কাহিনি শুনতাম সেটা। ওনার (তাপস) বাসা থেকে দুপুরের ভাত অফিসে আনতে খরচ হয়েছে ২৫ লাখ টাকা। এই টাকা সরকারের টাকা, যে গাড়ি ব্যবহার হয়েছে, সেটা সিটি করপোরেশনের। এ যেন একটা আরব্য উপন্যাসের কাহিনিকেও হার মানাবে শেখ হাসিনার ১৫-১৬ বছরের এই কাহিনি।’
[ad_2]
Source link