Homeপ্রবাসের খবরশুটিংয়ে ব্যস্ত শাকিব, কনে সেজে হাজির অপু বিশ্বাস

শুটিংয়ে ব্যস্ত শাকিব, কনে সেজে হাজির অপু বিশ্বাস

[ad_1]

ঢালিউড সুপারস্টার দিনকে দিন বাজিমাত করছেন। দেশের গণ্ডি পেরিয়ে বেশিরভাগ সময় শুটিংয়ে ব্যস্ত থাকছেন দেশের বাইরে। বর্তমানে ‘বরবাদ’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন ঢালিউড কিং। তবে শুটিং থেকে একটু বিরতি নিয়ে কলকাতা উড়ে যান তিনি। কারণ এসকে মুভিজের একসঙ্গে ১৮টি আসন্ন ছবির লঞ্চ। যার অন্যতম শাকিব খানের ‘দরদ’। ১৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘দরদ’। আর এদিকে শাকিবের প্রাক্তন অপু বিশ্বাস কনে বেশে আলো ছড়াচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।

কনে সেজে ফেসবুক পোস্ট অপুর। অন্যদিকে ‘বরবাদ’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত শাকিব খান। 

চিত্রনায়িকা অপু বিশ্বাস হঠাৎ কনের সাজে সামনে এলেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কনের সাজে একাধিক ছবি পোস্ট করেছেন। হঠাৎ এমন সাজে চমকে গেছেন ভক্তরা।

ক্যাপশনে লিখেছেন, শুভ সকাল। এটা আমার নতুন লুক। আমাকে এতটা ধৈর্য্য দেয়ার জন্য সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ।

অপু বিশ্বাসের পোস্ট করা কনের সাজের এসব ছবিতে ভক্তরা মন্তব্য করছেন। একজন লিখেছেন, তুমি এমন একজন নায়িকা, যে কি না চলচ্চিত্রজগতে আসার পরে অনেক নায়িকার ক্যারিয়ার নড়বড়ে করে দিয়েছ।

১৯ বছরের পেশাদার চলচ্চিত্র–জীবনে শ’খানেক চলচ্চিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস। এর মধ্যে শুধু শাকিব খানের সঙ্গে জুটি হয়েছেন ৮০টির মতো চলচ্চিত্রে। এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে নায়িকা হন শাকিব খানের বিপরীতে। ছবিটি ব্যবসা সফল হয় এবং অপু বিশ্বাস রাতারাতি তারকায় রূপান্তরিত হন। শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের বেশির ভাগ চলচ্চিত্রই ব্যবসায়িক সফলতা পায়।

অপু বিশ্বাস ২০০৮ সালে ১৮ এপ্রিল নায়ক শাকিব খানকে বিয়ে করেন। বিয়ের ৯ বছর পর ২০১৭ সালের এপ্রিলে একটি টেলিভিশন অনুষ্ঠানে এসে অপু বিশ্বাস শাকিব খানের সঙ্গে বিয়ের কথা প্রকাশ করেন। 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত