Homeবিনোদনআরশ ইম্প্রেসিভ বললেন তাসনুভা তিশা 

আরশ ইম্প্রেসিভ বললেন তাসনুভা তিশা 

[ad_1]

একের পর এক নাটকে জুটি বেঁধে অভিনয় করছেন সময়ের আলোচিত দুই তারকা আরশ খান ও তাসনুভা তিশা। একটা সিন্ডিকেটের কবলে পড়ায় কোনো নায়িকা যখন এই অভিনেতার সঙ্গে কাজ করতে চাইছিলেন না, তখন হাত ধরেছিলেন তিশা। একথা আরশ নিজেই স্বীকার করেছেন।

এবার আরশের সঙ্গে কাজের কারণ জানালেন তাসনুভা তিশা। কালবেলার সঙ্গে আলাপে এই অভিনেত্রী বলেন, আমার ১০ বছরের ক্যারিয়ারে অনেকের সঙ্গেই কাজ হয়েছে। জোভান, তৌসিফ, ইরফান সাজ্জাদ, মনোজ প্রামাণিক থেকে শুরু করে তৌকীর আহমেদ ভাই, মাহফুজ আহমেদ থেকে শুরু করে মোশাররফ করিম ভাই সবাই সঙ্গে সহশিল্পী হিসেবে কাজ করেছি।

তাসনুভা তিশা বলেন, আমি ওটিটিতে একটি কাজের মাধ্যমে ব্যাক করার পর আরশের সঙ্গে নাটকে কাজ করা হয়। তখন দেখলাম আরশ ইম্প্রেসিভ। তবে আমি জুটি প্রথা মানতে নারাজ। সবাই সবার সঙ্গে কাজ করবে এটা চাই। তবে আরশের সঙ্গে যখন জুটি বেঁধে কাজ করছি দেখলাম অভিনয়ে কোথায় কখন কোন ডেলিভারি দিতে হবে অনেকটা সহজেই হচ্ছে। মানে টানা কাজ করার কারণে অভিনয়ে আমাদের বোঝাপড়া বেশ ভালো।

এ সময় তিশা সহশিল্পী হিসেবে অপূর্ব, নিলয় আলমগীর ও ইরফান সাজ্জাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো বলেও জানান। একই সঙ্গে বলেছেন এই মুহূর্তে যেহেতু তার আরশের সঙ্গে জুটি বেঁধে কাজ হচ্ছে তাই তার নামটা বলতে চান না।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত