Homeদেশের গণমাধ্যমেইউক্রেনের ওডেসায় রাশিয়ার হামলায় নিহত ৮

ইউক্রেনের ওডেসায় রাশিয়ার হামলায় নিহত ৮

[ad_1]

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওডেসা শহরে রাশিয়ার হামলায় ৮ জন নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবারের ওই হামলায় আহত হয়েছে আরও ১৮ জন। কৃষ্ণসাগরীয় ওই অঞ্চলের গভর্নর এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, রুশ হামলায় ওই শহরে ৮ জন নিহত এবং আরও ১৮ জন আহত হয়েছে। হামলায় এক শিশু আহত হয়েছে বলে জানা গেছে। এছাড়া আহতদের মধ্যে চারজনের অবস্থা বেশ গুরুতর বলে ওলেগ কিপার নামের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

একদিন আগেই ইউক্রেনে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রায় সর্বত্রই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, রাশিয়া ১২০টি ক্ষেপণাস্ত্র এবং ৯০টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।

টেলিগ্রামে এক পোস্টে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, তার দেশের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে মস্কো। বেশ কিছু এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানান তিনি। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে বলেও উল্লেখ করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।

জেলেনস্কি আরও জানিয়েছেন যে, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ১৪০টির বেশি হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। দেশটির জরুরি সেবা বিভাগ জানিয়েছে, মিকোলাইভ শহরে রাশিয়ার ড্রোন হামলায় দুই নারী নিহত হয়েছেন। এছাড়া দুই শিশুসহ আরও ছয়জন আহত হয়েছে বলেও জানানো হয়।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত