[ad_1]
জবাবে মামুনুরকে বলতে শোনা যায়, ‘বিএনপির মহানগর আহ্বায়ককে (সামসুজ্জামান) আড়াই মাস আগে ২৫টি নাম দিই। ৯ কি ১০ তারিখ মামলাটা লেখা হয়েছে। আমি সই করলাম। তখন আমি অসংগতি দেখে জিজ্ঞাসা করলাম, এতগুলো নাম কেন? বলল, এগুলো ঠিক হয়ে যাবে। এতগুলো নাম দেওয়ার ইচ্ছা আমার ছিল না।’
আজ প্রথম আলোর সঙ্গে কাওসার জামানের কথা হয়। তিনি ভিডিও কথোপকথনের কথা স্বীকার করে বলেন, দুই দিন আগে মাহীগঞ্জের স্থানীয় কয়েকজন নিরীহ ব্যক্তি তাঁর কাছে এসে মামলার আসামি হওয়ার কথা জানান। তখন তিনি মামলার বাদী মামুনুরকে ডেকে নিয়ে তাঁর বক্তব্য শোনেন। মামুনুর তখন তাঁকে বলেন, ১৮১ জন আসামির বিষয়ে তিনি জানেন না। তিনি ২৫ অভিযুক্ত ব্যক্তির তালিকা সামসুজ্জামানকে দিয়েছেন। ১৮১ জন আসামির বিষয়ে সামসুজ্জামান তাঁকে বলেছিলেন, এগুলো রাজনৈতিক মামলা। এভাবেই হয়। কাওসার জামানের অভিযোগ, মামলা–বাণিজ্য করার জন্য ইচ্ছেমতো আসামি দেওয়া হয়েছে।
[ad_2]
Source link