Homeরাজনীতিবস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য আর কখনোই মামলা-হামলা হবে না: আমিনুল হক

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য আর কখনোই মামলা-হামলা হবে না: আমিনুল হক

[ad_1]

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য আর কখনোই মামলা-হামলা, জুলুম-নির্যাতন হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক।

আজ সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, ‘জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন দেশে আপনারা সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরবেন। আপনারা কোনো হামলা-মামলার শিকার হবেন না। আমরা আর অপরাজনীতি দেখতে চাই না। গত ১৭ বছর স্বৈরাচার শেখ হাসিনা পতন আন্দোলনে শুধু রাজনৈতিক নেতা-কর্মী ও সাধারণ মানুষ রাজপথে ছিলেন না, সাংবাদিকেরাও এই লড়াইয়ে ছিলেন। গত ১৭ বছর সাহসিকতার সঙ্গে রাজপথে থেকে নিউজ সংগ্রহ করেছেন, একইভাবে আগামী দিনেও থাকবেন।’

তিনি বলেন, ‘স্বৈরাচার হাসিনা সরকার নানা কায়দায় গণমাধ্যমের ওপর প্রভাব বিস্তার করেছিল। মসজিদের ইমামকেও নির্ধারণ করে দেওয়া হয়েছিল; সে কী পড়বে, কী পড়বে না। দীর্ঘ আন্দোলনের মাধ্যমে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা দৃঢ়ভাবে বলতে চাই; স্বাধীন গণমাধ্যম সত্য, বস্তুনিষ্ঠ তথ্য জাতির সামনে তুলে ধরবে। এর জন্য ভবিষ্যতে আর কখনোই হামলা-মামলা, জুলুম-নির্যাতনের শিকার হতে হবে না।’

অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, জামান এসএম জাহাঙ্গীর, ফেরদৌসী আহমেদ মিষ্টি, দপ্তর সম্পাদক এবিএমএ আব্দুর রাজ্জাকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকদের মধ্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশিদ আলম, ডিআরইউয়ের সাবেক সভাপতি মুরসালিন নোমানীসহ আরও অনেকে বক্তব্য রাখেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত