Homeদেশের গণমাধ্যমেনিখোঁজের ১৫ দিন পর ডোবায় মিলল মুদি দোকানীর মরদেহ

নিখোঁজের ১৫ দিন পর ডোবায় মিলল মুদি দোকানীর মরদেহ

[ad_1]

সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজ হওয়ার ১৫ দিন পর ডোবা থেকে রইচ উদ্দিন (৫৫) নামে মুদি দোকানীর মরদেহ উদ্দার করেছে পুলিশ।

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যার দিকে শাহজাদপুর পৌর এলাকার নলুয়া বাজারের পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রইচ উদ্দিন কাঙলাকান্দা নলুয়া গ্রামের বাসিন্দা। নলুয়া বাজারে তার মুদি দোকান রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, তাহেজ ফকির নামে এক কৃষক সোমবার বিকেলে বন কাটতে গিয়ে শুকনো ডোবায় একটি গলিত মরদেহ দেখে স্থানীয়দের খবর দেন। খবর পেয়ে নিহতের স্বজনেরা ঘটনাস্থলে এসে গলিত মরদেহের সনাক্ত করতে পারছিল না। পরবর্তীতে রইচ উদ্দিনের একটি হাতে ৬টি আঙুল রয়েছে এ দেখেই তাকে সনাক্ত করে পুলিশে খবর দেওয়া হয়।

নিহতের স্বজনেরা জানান, গত ৩ নভেম্বর রাতে নিজ দোকান থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন রইচ উদ্দিন। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় ৮ নভেম্বর থানায় সাধারণ ডায়েরি করা হয়। এরপর সোমবার বিকেলে বন কাটতে গিয়ে রইচ উদ্দিনের গলিত লাশ পাওয়া যায়। নিখোজ রইচ উদ্দিনকে হত্যা করে ডোবায় ফেলে রাখা হয়েছে বলেও দাবি পরিবারের।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত রইচ উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি পুরোপুরি গলে যাওয়ায় চেনার উপায় নেই। তবে নিখোঁজ রইচ উদ্দিনের পরিবারের লোকজন লাশের হাতের ৬ আঙ্গুল দেখে দাবি করছেন এটাই রইচ উদ্দিনের মরদেহ। ডিএনএ টেস্ট করে লাশের আসল পরিচয় নিশ্চি হওয়া যাবে।

তিনি বলেন, ধারনা করা হচ্ছে ১৫ দিন আগেই তাকে হত্যা করে ডোবায় ফেলে দেওয়া হয়েছে। ডোবায় পানি শুকিয়ে যাওয়ায় মরদেহটি বেরিয়ে এসেছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত