Homeবিনোদনপরিচালক রাকেশের শেষ সিনেমা হবে ছেলে হৃতিকের ‘কৃষ ৪’

পরিচালক রাকেশের শেষ সিনেমা হবে ছেলে হৃতিকের ‘কৃষ ৪’

[ad_1]

বহু আগেই অভিনয় জগৎকে বিদায় জানিয়েছেন রাকেশ রোশন। এরপর শুরু করেন সিনেমা পরিচালনা। একের পর এক হিট সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। বলা চলে পরিচালনায় নিজেকে পক্ত করেছিলেন এই অভিনেতা। সম্প্রতি ঘোষণা দিয়েছেন পরিচালনা থেকেও অবসর নেবেন তিনি। ‘কৃষ ফোর’ হবে তাঁর শেষ পরিচালনার সিনেমা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাকেশ রোশন বলেছিলেন, ‘আমি আর পরিচালনায় থাকছি না। তবে প্রযোজনায় থেকে নতুন নতুন সিনেমা তৈরি করব।’

রাকেশ রোশন এ-ও বলেন, ‘তবে এটা বলতে পারি, ‘কৃষ ফোর’ সিনেমা তৈরি করবই। হয়তো একা নয়, আমার সঙ্গে অন্য পরিচালক থাকবে। তবে নিশ্চিত ‘কৃষ ফোর’ তৈরি হবেই।’

অনেকে সমালোচনা করে বলেন বাবা রাকেশ রোশনের সিনেমায় অভিনয় করলেই হৃত্বিকের কপালে সুপারহিট জোটে। বাবার কারণেই না-কি ক্যারিয়ারে সাফল্যের চূড়ায় পৌঁছানো সহজ হয়েছে। তবে কথাগুলো একেবারে ফেলে দেওয়ার মতোও নয়। কারণ, হৃত্বিকের সফল সিনেমাগুলোর দিকে নজর দিলে তা স্পষ্ট।

রাকেশ রোশনের পরিচালিত সিনেমা ‘কহো না প্যার হ্যায়’, ‘কোই মিল গয়া’, ‘কৃষ’-ই সবচেয়ে বেশি হিট। শোনা যাচ্ছে ‘কৃষ ফোর’ তৈরির দায়িত্ব নিজেই কাঁধে তুলে নিয়েছেন হৃত্বিক। তবে পরিচালনা নয়, সেটি সিনেমা তৈরির জন্য পরিচালক খুঁজতে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত