Homeদেশের গণমাধ্যমেইসলামী বিশ্ববিদ্যালয়ের বাসচাপায় বৃদ্ধ নিহত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাসচাপায় বৃদ্ধ নিহত

[ad_1]


ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৫, ১৯ নভেম্বর ২০২৪  

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাসচাপায় বৃদ্ধ নিহত


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সিনাই বাসের চাকায় পিষ্ট হয়ে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে কুষ্টিয়ার জেলখানা মোড়ে এ ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনার পরই বিক্ষুব্ধ জনতা চালককে বেধড়ক মারধর ও বাসটি ভাঙচুর করে ।

নিহত জাহিদুল ইসলাম (৬০) কুষ্টিয়া শহরের হাউজিং এলাকার বাসিন্দা এবং তিনি পেশায় একজন দর্জি বলে জানা গেছে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে ছাত্র বহনকারী ডাবল ডেকার সিনাই বাসটি কুষ্টিয়া শহরের জেলখানা মোড় হয়ে বিশ্ববিদ্যালয় অভিমুখে রওনা হয়। এ সময় বিপরীত দিক থেকে আসা সাইকেল আরোহী জাহিদুল ইসলামকে ধাক্কা দেয় বাসটি। এতে পড়ে গেলে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে উত্তেজিত এলাকাবাসী বাসচালক সেলিমকে মারধর ও বাসটি ভাঙচুর করে। 

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান বলেন, “কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাসের চাকায় পিষ্ট হয়ে জাহিদুল নামে একজন নিহত হয়েছেন। বিক্ষুব্ধ জনতার হামলায় আহত হয়েছেন বাসচালক সেলিম। দুর্ঘটনা কবলিত বাসটি আটক করা হয়েছে।”

ঢাকা/তানিম/মেহেদী



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত