Homeজাতীয়সাড়ে ৬ হাজার প্রাথমিক শিক্ষকের নিয়োগ স্থগিত

সাড়ে ৬ হাজার প্রাথমিক শিক্ষকের নিয়োগ স্থগিত

[ad_1]

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপের ৬ হাজার ৫৩১ জনের নিয়োগপত্র প্রদানে স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ ছয় মাসের জন্য তাঁদের নিয়োগ স্থগিত করে রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর মোহাম্মদ আজমী। নুর মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ২০১৯ সালের বিধি অনুযায়ী কোটার ভিত্তিতে তাঁদের নিয়োগ দেওয়া হচ্ছিল। আগামীকাল বুধবার থেকে তাঁদের নিয়োগপত্র দেওয়ার কথা। চাকরিপ্রার্থী কয়েকজন রিট করলে হাইকোর্ট ছয় মাসের জন্য নিয়োগ স্থগিত করে রুল জারি করেছেন।

উল্লেখ্য, শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কার করে গত ২৩ জুলাই প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে ৯৩ শতাংশ মেধাভিত্তিক, ৫ শতাংশ মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য, ১ শতাংশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও ১ শতাংশ শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য কোটা রাখা হয়।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত