Homeদেশের গণমাধ্যমেথানায় বানরের আক্রমণ, ভেতরে অবরুদ্ধ পুলিশ

থানায় বানরের আক্রমণ, ভেতরে অবরুদ্ধ পুলিশ

[ad_1]

পুলিশ ক্যাপ্টেন সোমচাই সিদি গতকাল সোমবার এএফপিকে বলেন, ‘খাবারের খোঁজে সেগুলো (বানরের দল) থানার ভেতর ঢোকার চেষ্টা করছিল। তাদের আটকাতে আমরা ভবনের সব দরজা-জানালা বন্ধ করে দিতে বাধ্য হয়েছি।’ এই পুলিশ কর্মকর্তার ভয় ছিল, বানরের দল ভবনের ভেতর ঢুকে তাণ্ডব চালাতে পারে। তছনছ করতে পারে নথিপত্রসহ পুলিশ স্টেশনে থাকা জিনিসপত্র।

সোমচাই সিদি বলেন, শনি ও রোববার পুলিশ সদস্যদের অনেকটা বাধ্য হয়ে থানার ভেতর দরজা-জানালা বন্ধ করে থাকতে হয়।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত