[ad_1]
ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পেরিয়েছে। এ সময়ে শিক্ষার্থী, শিক্ষক, শ্রমিক, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষকে আমরা সড়ক অবরোধ করে আন্দোলন করতে দেখছি। সরকারি হিসাবেই ঢাকা ২ কোটি ১০ লাখ মানুষের শহর। আর বিশ্বব্যাংকের তথ্য বলছে, বিশ্বের সবচেয়ে ধীরগতির শহর ঢাকা। এমন একটি নগরে কোনো সড়ক বন্ধ করে ঘণ্টার পর ঘণ্টা আন্দোলন চললে কী যে নরক গুলজার অবস্থায় পড়তে হয়, তা নাগরিকমাত্রই হাড়ে হাড়ে টের পান; যার সর্বশেষ নজির আমরা দেখতে পেলাম গত সোমবার বিশ্ববিদ্যালয় করার দাবিতে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ করার ঘটনায়।
সড়ক বন্ধ করে কর্মসূচি পালন করা কিংবা দাবিদাওয়া জানানোর রেওয়াজ দেশে দীর্ঘদিন ধরেই চলে আসছে। রাজনৈতিক দলগুলোই এ কাজের পথপ্রদর্শক। যে নাগরিকদের অধিকার আদায়ের কথা বলে এসব কর্মসূচি পালন করা হয়, তাঁদের ভোগান্তি, দুর্ভোগ আর অসুবিধার বিষয়গুলো রাজনৈতিক নেতারা কোনো সময়ই আমলে নেন না। সমাজের অন্য অংশের লোকেরাও তাঁদের দাবি আদায়ে একই পথ অবলম্বন করেন।
[ad_2]
Source link