Homeবিনোদনশাকিবের নায়িকা হওয়ার প্রস্তাবে যা বললেন উপস্থাপিকা মৌ (ভিডিও)  

শাকিবের নায়িকা হওয়ার প্রস্তাবে যা বললেন উপস্থাপিকা মৌ (ভিডিও)  

[ad_1]

শাকিব খানের নায়িকা হওয়ার জন্য তরুণ প্রজন্মের শিল্পীরা মুখিয়ে থাকেন। যদিও কলকাতার ইধিকা পাল, মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি কিংবা বলিউডের সোনাল চৌহানদের নায়ক বনে গেছেন শাকিব। পশ্চিমবঙ্গের শ্রাবন্তী, নুসরাত, শুভশ্রীদের সঙ্গে কাজ করেছেন আগেই।

দেশীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় নাম শাকিব খান। তিনিই কিনা সময়ের আলোচিত এক উপস্থাপিকাকে প্রকাশ্যে নায়িকা হওয়ার প্রস্তাব দিলেন। একজন উপস্থাপিকা হলেও মৌসুমী মৌ মডেলিং এবং অভিনয়ও করেছেন। তবে সেটি নিয়মিতভাবে না। বড় পর্দায় এখনো দেখা যায়নি তাকে।

যদিও বছরখানেক আগেই মৌকে সিনেমায় আসার আহ্বান জানিয়েছিলেন শাকিব খান। আরও একবার নায়কের কাছ থেকে সিনেমার প্রস্তাব পেলেন এই সুন্দরী। মঙ্গলবার দেশের একঝাঁক তারকার অংশগ্রহণে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে হাইজিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের ‘টাইলক্স হাইজিনিক আবাস’ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়। সেই অনুষ্ঠানটির উপস্থাপনার দায়িত্বে ছিলেন মৌ। অনুষ্ঠান চলাকালে ভরা মজলিসে তাকে নায়িকা হওয়ার প্রস্তাব দেন শাকিব খান।

দেশের শীর্ষ নায়ক বলেন, মৌ এত সুন্দর, এত সুন্দর করে উপস্থাপনা করে। আমি চাই মৌ সিনেমা করুক।

এদিকে অনুষ্ঠান শেষে মৌসুমী মৌ বলেন,‘শাকিব ভাই ২০১৮ সালেও একবার একটা অনুষ্ঠানে আমাকে সিনেমা করতে বলেছিলেন। তখন আমি অনেকটা নতুন ছিলাম। আমার অতটা অভিজ্ঞতা ছিল না। চেয়েছিলাম সময় নিয়ে সিনেমা সম্পর্কে জেনে বুঝে তারপর আসব। এখন আমাদের অনেক ভালো ভালো সিনেমা তৈরি হচ্ছে। সুযোগ পেলে অবশ্যই শাকিব ভাইয়ের সঙ্গে কাজ করব।

সবশেষ ১৫ নভেম্বর শাকিব খান অভিনীত দরদ সিনেমাটি মুক্তি পেয়েছে। দেশের পাশাপাশি বিদেশেও প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্রটি।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত