Homeদেশের গণমাধ্যমেনকলনবিশদের আমরণ অনশনের ঘোষণা

নকলনবিশদের আমরণ অনশনের ঘোষণা

[ad_1]

দাবি আদায় না হলে আগামী রবিবার (২৪ নভেম্বর) থেকে আমরণ অনশন কর্মসূচি করবেন বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী নকলনবিশ দাবি আদায় পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম।

বুধবার (২০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। ‘৫৬১টি সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশদের চাকরি জাতীয়করণের’ দাবিতে বৈষম্যবিরোধী নকলনবিশ দাবি আদায় পরিষদ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

রফিকুল ইসলাম বলেন, ‘আমরা চাকরি স্থায়ীকরণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ৩২ দিন ধরে অবস্থান ধর্মঘট পালন করছি। বৃহস্পতিবারের (২১ নভেম্বর) মধ্যে আমাদের দাবি মেনে না নিলে জাতীয় প্রেসক্লাবের সামনে, আইজিআর অফিস, তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সের সামনে আমরণ অনশন করা হবে। আর যদি সরকার দাবি মেনে নেয়, তাহলে শনিবার আবার সংবাদ সম্মেলন করে কর্মসূচি স্থগিত করা হবে।’

তিনি বলেন, ‘আমাদের চাকরি স্থায়ী করার জন্য বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।’

সংগঠনের সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও ছিলেন– সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল-আমিন হোসেন, সহ-সভাপতি, রবিউল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, কোষাধক্ষ্য শামীম আহমেদ প্রমুখ।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত